ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কচি-কাঁচাদের রাগবি লীগ শুরু আজ

প্রকাশিত: ০৪:০২, ৩১ মে ২০১৮

কচি-কাঁচাদের রাগবি লীগ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সংবাদ সম্মেলনে যখন ওরা ঢুকলো তখন ওদের দেখে বিস্মিতই হতে হলো। সবার বয়স আটের মধ্যে। প্রত্যেকের চেহারা মায়াবী, নিষ্পাপ। কারুর স্বাস্থ্য নাদুসনুদুস! ওরা ছয় দলের ছয় অধিনায়ক। পরেন নিজ নিজ ক্লাবের সুদৃশ্য জার্সি, শর্টস এবং হেডব্যান্ড। আজ থেকে ওরা খেলবে ডায়মন্ড মেলামাইন অ-৮ কিডস রাগবি লীগে। এই ছয় অধিনায়কের নাম প্রেমাদাস সূর্য, ইশরখ আহমেদ শৈশব, আব্দুর রহমান ইফরান, জাফিদ আহমেদ সাদী, আশিকুল ইসলাম তাশিন এবং ইস্রাফিল চৌধুরী। তারা খেলবে যথাক্রমে মেরিনার্স ক্লাব, সিলেট হিল রাগবি ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, আগ্রবাদ নওজোয়ান (চট্টগ্রাম), ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে। মজার ব্যাপারÑ সবাই সেন্ট গ্রেগরি হাইস্কুলের ছাত্র। আজ বৃহস্পতিবার থেকে ঢাকার পল্টনের শহীদ এম ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে এই প্রতিযোগিতা (সেভেন এ-সাইড, খেলা হবে ৭+৭= ১৪ মিনিটের, বিরতি ১ মিনিট)। ছয় অধিনায়কের নাম, চেহারা, ক্লাব ভিন্ন হলেও সবার লক্ষ্য কিন্তু অভিন্নÑ প্রত্যেকেই সিঙ্গেল লীগ পদ্ধতির এই আসরে চ্যাম্পিয়ন হতে চায় এবং এ ব্যাপারে তাদের আত্মবিশ্বাসের কোন কমতি নেই। লীগ উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডায়মন্ড মেলামাইনের চেয়ারম্যান মোক্তার হোসেন, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাঈদ আহমেদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান সুমন, সদস্য সিরাজুল ইসলাম, দীন ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় সারাদেশের ২০০ শিশুকে ট্রেনিং করানোর পর সেখান থেকে সেরা ৬০ জনকে ছয়টি ক্লাবে অন্তর্ভুক্ত করে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। খেলা হবে ৩১ মে, ৩ জুন এবং ৪ জুন। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করবেন এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, এমপি (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ)। বিশেষ অতিথি থাকবেন আশরাফ উদ্দিন আহমেদ (ডিরেক্টর ফিন্যান্স, শ্যামল বাংলা মিডিয়া লিঃ)।
×