ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হঠাৎ লন্ডনে ডোপ টেস্ট নেইমারদের

প্রকাশিত: ০৪:০১, ৩১ মে ২০১৮

হঠাৎ লন্ডনে ডোপ টেস্ট নেইমারদের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ মিশনে নামার আগে ইংল্যান্ডের লন্ডনে অনুশীলন ক্যাম্প করছে ব্রাজিল ফুটবল দল। কিন্তু অনুশীলনের শুরুতেই নেইমার, কুটিনহোর পড়তে হয়েছে ডোপ টেস্টের মুখে। লন্ডনে পৌঁছার পর অনুশীলন শুরুর আগে সেখানে এন্টি-ডোপিং এজেন্সিদের জেরার মুখে পড়তে হয় ব্রাজিলের ফুটবলারদের। ব্রাজিল বিশ্বকাপ সদস্যের ২০ জনকে পরীক্ষা দিতে হয় এন্টি-ডোপিং প্রতিষ্ঠানের কাছে। নেইমার, কুটিনহো, পাউলিনহোসহ প্রায় সবাই এই পরীক্ষা দিয়ে ইংল্যান্ডে অনুশীলন করার অনুমতি পান। তবে দলের সঙ্গে ছিলেন না চ্যাম্পিয়ন্স লীগ জয়ী মার্সেলো ও কাসেমিরো এবং রানার্সআপ জয়ী দলের সদস্য রবার্টো ফিরমিনো। তবে কোন খেলোয়াড় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। মূলত বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিষিদ্ধ মাদক নেয়ার ব্যাপারে সোচ্চার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ডোপ থেকে ইতোমধ্যে নিস্তার পেয়েছে রুশ ফুটবল দল। কয়েকদিন আগেই ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে ডোপমুক্ত দাবি করে। এদিকে অনুশীলন ক্যাম্পে নেইমার জানিয়েছেন, ভবিষ্যতে তিনি পেপ গার্ডিওলার অধীনে খেলতে চান। নেইমার বলেন, আমি সবসময়ই গার্ডিওলার সঙ্গে কাজ করতে চেয়েছি। সে আলাদা। আমি বার্সিলোনায় আসি তার চলে যাওয়ার এক বছর পর। আমি আসলেই তার সঙ্গে কাজ করতে চাই। উল্লেখ্য, চার বছরে বার্সিলোনাকে ১৪টি শিরোপা জিতিয়ে ২০১২ সালে কাতালান ক্লাব ছেড়েছিলেন বর্তমান ম্যানসিটি কোচ পেপ গার্ডিওলা। আর নেইমার বার্সিলোনায় আসেন ২০১৩ সালে। সেখানে চার বছর কাটিয়ে এখন ফ্রান্সের পিএসজিতে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
×