ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বিন্না’ ঘাস রোপণ উদ্বোধন

প্রকাশিত: ০৪:০০, ৩১ মে ২০১৮

‘বিন্না’ ঘাস রোপণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাহাড়ক্ষয় রোধে চট্টগ্রামের পাহাড়ে রোপণ করা হচ্ছে ‘বিন্নাঘাস’। বুধবার এই পাইলট প্রকল্প উদ্বোধন করেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধরন। ভেটিভার গ্র্যাস ডেভেলপমেন্ট সেন্টার এ প্রকল্প বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ। অতি বৃষ্টিতে এখানে পাহাড় ক্ষয় হয়, পাহাড় ধসে মারা যায় সাধারণ মানুষ। পাহাড়ের ক্ষয়রোধ করা খুবই জরুরী হয়ে পড়েছে। বিন্নাঘাস প্রকল্প পাহাড় ক্ষয় ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ কোটি টাকা দেয়া হচ্ছে। ঈদ, পূজায় বিদেশী ফিল্ম আমদানি নয় স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা, পূজা ও পহেলা বৈশাখের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া ভারতীয় বাংলা, হিন্দী, পাকিস্তানীসহ বাইরের দেশের যে কোন ফিল্ম/মুভি দেশে আমদানি, প্রদর্শন ও বিতরণ না করার সিদ্ধান্ত দিয়েছেন আপীল বিভাগ। হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হক কিউসি। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন।
×