ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৭, ৩১ মে ২০১৮

টুকরো খবর

বিষ প্রয়োগে পোনা মাছ নিধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের নাজমা বেগমের পুুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার পোনামাছ নিধন করা হয়েছে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করলে পোনামাছ মরে বুধবার সকালে ভেসে উঠে। নাজমা বেগম জানান, মাত্র ৪ দিন আগে সে ও তার মেয়ের জামাই মাফুজ বেপারি ওই মাছের পোনাগুলো পুকুরে চাষের জন্য অবমুক্ত করেছিল। তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী মোকলেছ, সাহাবুদ্দিন, নাছিমা, বৃষ্টি গংদের সঙ্গে মুন্সীগঞ্জ নির্বাহী আদালতে মামলা ছিল। তারা আদালতে বন্ড দিয়ে এসে রাতের অন্ধকারে আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। হরিজনদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ মে ॥ রংপুর সিটি কর্পোরেশনের কর্মরত হরিজনরা বেতন বাড়ানোসহ ১২ দফার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মরকলিপি প্রদান করেছে। বুধবার সকালে হরিজন অধিকার আদায় সংগঠন রংপুরে এই কর্মসূচী পালন করে। রংপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, হরিজন অধিকার আদায় সংগঠন রংপুরের সভাপতি সুজন সাধু, সাধারণ সম্পাদক রকি হেলা, সাংগঠনিক সম্পাদক রুবেল হেলা, সংগঠনের নেতা সাজু রায় প্রমুখ। পরে শহরে বিক্ষোভ মিছিল করে সিটি কর্পোরেশনে মেয়রের নিকট হরিজনদের বেতন বাড়ানোসহ ১২ দফার দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। লাকসাম পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ৩০ মে ॥ বুধবার লাকসাম পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রায় ৯০ কোটি ২০ লক্ষ ৮৬ হাজার ৯শ’ ৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর কার্যালয়ের হল রুমে মেয়র অধ্যাপক আবুল খায়ের এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন। এ সময় লাকসাম পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর সচিব আলহাজ মোঃ আলাউদ্দিন, পৌর প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন, কাউন্সিলর আবদুল আলীম দিদার, মোহাম্মদ উল্যাহ, ওমর আহমেদ, খলিলুর রহমান, শাহ আলম, আফতাব উল্যাহ চৌধুরী ঝন্টু, শাহজাহান, গোলাম কিবরিয়া সুমন, মোশফেকা আলম মিতা, নির্বাহী প্রকৌশলী এটিএম মহি উদ্দিন খন্দকার, হিসাবরক্ষণ কর্মকর্তা আখতার হোসেন। প্রতারণার দায়ে পুত্র গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩০ মে ॥ কালকিনিতে পিতার সঙ্গে প্রতারণার দায়ে আবদুল ছত্তার (৪৮) নামের এক প্রতারক পুত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার গোপালপুর এলাকার ধজী গ্রামের আজাহার মাতুব্বরের ছেলে। বুধবার ভোরে নিজ বাড়ি থেকে ওই পুত্রকে গ্রেফতার করা হয়। জানা গেছে, আবদুল ছত্তার গত ২০১৫ ইং সালের সেপ্টেম্বরে প্রতারণার আশ্রয় নিয়ে অন্য এক ব্যক্তিকে ভুয়া পিতা সাজিয়ে ১ একর ৫৫ শতাংশ জমি তার নিজ নামে দলিল কার্যক্রম সম্পন্ন করেন। এ বিষয়টি এলাকায় ফাঁস হয়ে গেলে প্রতারক পুত্র ছত্তারের বিরুদ্ধে তার পিতা মোঃ আজাহার মাতুব্বর বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ হারুন অর রশিদ তাকে গ্রেফতার করেন। কোচিং সেন্টারে শিশু বলাৎকার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর শাহীন ক্যাডেট স্কুল এ্যান্ড কোচিং সেন্টারের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কোচিং সেন্টারের শিক্ষক জুয়েল আহমেদকে আটক করেছে পুলিশ। জুয়েল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আক্কেলপুর এলাকার লতিফুর রহমানের ছেলে। সে রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ জানায়, দুই বছর আগে শাহীন ক্যাডেট স্কুলে আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ নেয় জুয়েল। বুধবার সকাল ৯ টার দিকে জুয়েল কোচিং সেন্টারে আসা এক শিশুকে তার রুমে নিয়ে গিয়ে বলাৎকার করে। ক্ষতিগ্রস্তদের টিন বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার জন্য ৫০০ বান্ডিল ঢেউটিন ও ১৫ লাখ টাকা বরাদ্দ এসেছে। ওই তিন উপজেলায় সম্প্রতি বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব টিন ও টাকা বিতরণ করা হবে। জানা যায়, ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় সাম্প্রতিককালে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ২৫ ইউনিয়নের ১৭ হাজার ৯৩৮ পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
×