ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যে সেতু কাজে আসছে না

প্রকাশিত: ০৩:৫৫, ৩১ মে ২০১৮

যে সেতু কাজে আসছে না

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩০ মে ॥ বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে ইছামতি নদীর ওপর দেড় বছর পূর্বে ব্রিজ নির্মাণ করা হলেও কোন কাজে আসছে না। সংযোগ সড়ক নির্মাণ না করায় ৩২ লাখ ৫৩ হাজার টাকার ব্যয়ের ব্রিজটি বর্তমানে অকেজো অবস্থায় রয়ে গেছে। অন্যদিকে ব্রিজটি ব্যবহার উপযোগী না হওয়ায় ঘুরাপথে প্রতিদিন নানা দুর্ভোগে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত করতে হচ্ছে। জানা গেছে, ২০১৫-২০১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৩২ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ের পাঁচুরিয়া গ্রামের ইছামতি নদীতে একটি ব্রিজ নির্মাণ করা হয়। ২০১৬ সালে ব্রিজটির কাজ শেষ হয়। ব্রিজটির কাজ দেড় বছর শেষ হলেও এখন পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এলাকাবাসী জানিয়েছে, নদীর অপর প্রান্তে সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি গ্রামে যাতায়াত খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নানা দুর্ভোগের শিকার হয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। প্রতিদিন কৃষকদের নানা বিড়ম্বনা সহ্য করে ইছামতি নদী পার হয়ে তাদের কৃষিপণ্য বাজারে নিয়ে আসতে হয়। এলাকাবাসী অভিযোগে জানিয়েছে, সংযোগ সড়ক ছাড়াই ব্রিজটি নক্সা ও আর্থিক বরাদ্দ দেয়ার কারণে এখন ব্রিজটি ব্যবহার করা যাচ্ছে না। এ বিষয়ে বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের জানান, ব্রিজটি নির্মাণ করা হলেও এলাকাবাসীর কোন উপকারে আসছে না। ঠাকুরগাঁওয়ে দুই এতিমের জাঁকজমকপূর্ণ বিয়ে নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ মে ॥ জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বুধবার জেলা সরকারী শিশু পরিবার (বালিকা) এর নিবাসী সুমনা বেগমের সঙ্গে শবদলহাট ফজিলাতুন নেছা সরকারী শিশু পরিবার (বালক)-এর প্রাক্তন নিবাসী বিপু ইসলাম (বর্তমান জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োজিত) আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিকেলে জেলা সরকারী শিশু পরিবার (বালিকা) কার্যালয়ে আয়োজিত জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা প্রশাসক মোঃ আখতারুজ্জামান, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশীসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় চার লাখ এক টাকা দেন মহর ধার্য করে বিয়ে সম্পন্ন হলে আমন্ত্রিত অতিথিগণ নবদম্পতিকে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দিয়ে আশীর্বাদ করেন। অনুষ্ঠানে বর ও কনের পক্ষে অভিভাবকের দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক ও উপ-তত্ত্বাবধায়ক সাইয়েদা সুলতানা।
×