ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৩:৫৩, ৩১ মে ২০১৮

বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বুড়িগঙ্গা নদীর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিইটিএ কর্তৃপক্ষ। বুধবার সকাল ১০টা থেকে আলীগঞ্জ আফসার অয়েল মিলের গোডাউনের পেছনে বুড়িগঙ্গা নদীর সীমানা পিলারের ভেতের প্রায় দুই একর জায়গা দখলমুক্ত করা হয়। এ সময় ওই জায়গা থেকে মাটি কেটে অপসারণ করা হয়। এ সময় দখলকারীদের নির্মিত জেটি ও টিনশেড স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। বিআইডিব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আলীগঞ্জ আফসার অয়েল মিলের গোডাউনের পেছনে বুড়িগঙ্গা নদী ভেতরে ঢুকে গাইডওয়াল নির্মাণ করে এবং গাছের গুঁড়ি পুঁতে প্রায় দুই একর জায়গা ভরাট করে সেখানে দীর্ঘদিন ধরে কয়েকটি ক্রেন বসিয়ে লোড-আনলোডের ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা। দুই জেলা থেকে জেএমবির পাঁচ জঙ্গী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে র‌্যাব রাজশাহীর একটি দল এই অভিযান চালায়। আটক পাঁচ জঙ্গী হলো, গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের খায়রুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের সেলিম রেজা, নরেন্দ্রপুর গ্রামের জিয়াউল হক ওরফে আকবর আলী, নওশাদ আলী এবং গোটাপাড়া গ্রামের সাকিল আহমেদ। তাদের কাছ থেকে সাতটি জিহাদী বই, পাঁচটি মোবাইলফোন, আটটি সিমকার্ড, দুটি মেমোরি কার্ড, দুটি জাতীয় পরিচয়পত্র, একটি পাসপোর্ট এবং জিহাদী ছবি ও ভিডিও ভরা একটি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লে কর্নেল মাহাবুবুল আলম তার দফতরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
×