ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীর চারঘাটে সংঘর্ষে আহত ১০, আটক ৩

প্রকাশিত: ০৩:৫২, ৩১ মে ২০১৮

রাজশাহীর চারঘাটে সংঘর্ষে আহত ১০, আটক ৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে আটক করেছে। বুধবার সকালে উপজেলার নাওদাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার নাওদাড়া খুদির বটতলা নামক স্থানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে একই এলাকার প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ভাড়া তুলছিল। এ নিয়ে গত ২৬ এপ্রিল সড়ক ও জনপথ বিভাগের লোকজন অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করে। এরপর গত কয়েক দিন ধরে আবারও সেখানে দখলের চেষ্টা চালানো হয়। রাতের আঁধারে সেখানে অবৈধভাবে গড়ে তোলা হয় দোকানপাট। এ নিয়ে স্থানীয় বাসিন্দা সোহেল রানা ও লিটন প্রতিবাদ করলে দখলদাররা তাদের হুমকি দেয়। এরই জের ধরে বুধবার সকালে আবারও দখলদাররা লাঠিসোটা নিয়ে জায়গা দখল করে দোকানপাট নির্মাণ শুরু করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। এতে প্রথমে উত্তেজনা ও পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো তুহিন আলী, তারেক, মাজদার, আবু মুছা, রিপন, আতাউর, দুলাল ও এবাদত আলী। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেখান থেকে ৩ জনকে আটক করেছে।
×