ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরমাণু : দ্য স্টোরি অব পোখরান

সেলুলয়েডে পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণের বাস্তব ঘটনাচিত্র

প্রকাশিত: ০৩:৪৯, ৩১ মে ২০১৮

সেলুলয়েডে পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণের বাস্তব ঘটনাচিত্র

বলিউডের সিনেমায় অনেক পালাবদল ঘটছে। ছবির গল্পের বিষয়বস্তুতে নতুনত্ব তো থাকছেই। এ ছাড়া বিচিত্র সব বিষয় এবং ঘটনা নিয়ে এখন সিনেমা তৈরি হচ্ছে এখানে। ব্যতিক্রমধর্মী বিষয়বস্তুর সিনেমাগুলো দর্শক পছন্দ করছেন এবং প্রশংসিত হচ্ছে। কয়েক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ‘১০২ নট আউট’ এবং ‘রাজি’ ছবি দুটি। বলিউডি প্রচলিত ধারার সিনেমার বাইরে ভিন্ন ধারার সিনেমা হওয়ায় দর্শক বিপুলভাবে গ্রহণ করেছে দুটিকেই। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে তেমনি একটি নতুন হিন্দী ছবি ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরান।’ ১৯৯৮ সালে ভারত পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা চালিয়েছিল। সেই ঘটনাকে সেলুলয়েডে তুলে ধরার সাহসী প্রচেষ্টা ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরান।’ বলিউডের আগে বিভিন্ন আলোচিত সীমান্ত যুদ্ধ বিগ্রহ নিয় ম্যালা সিনেমা হয়েছে তবে পোখরানের পারমাণবিক বোমা বিস্ফোরণের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে সিনেমা নির্মাণ প্রচেষ্টা নিঃসন্দেহে ব্যতিক্রমী প্রচেষ্টা হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে ছবিটির ব্যাপারে দর্শকদের মনোযোগ কৌতূহল একটু বেশি। ভারতীয় আর্মির কর্মতৎপরতা নিয়ে আবর্তিত ছবিতে বেশিরভাগ চরিত্রেই আমি সদস্য। এর মধ্যে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম এবং ডায়ানা পেন্টি। তারা দু’জনই ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। জন আব্রাহামকে দীর্ঘদিন পর নতুন কোন সিনেমায় দেখা যাবে। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। ৪৫ বছর বয়সী জনকে ২০১৬ সালে ওয়াজির, রকি হ্যান্ডসাম, ঢিস্যুম, ফোর্স টু’ ছবিগুলোতে দেখা গিয়েছিল। গত বছর তার কোন সিনেমা মুক্তি পায়নি। যদিও তার হাতে বর্তমানে সত্যমের জয়তে এবং ‘রোমিও আকবর ওয়াল্টার’ ছবিগুলো নির্মাণাধীন রয়েছে। সিনেমা প্রয়োজনায় নেমেছেন জন আব্রাহাম আরও আগেই। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ ছবিটির মাধ্যমে প্রয়োজক হিসেবে তার যাত্রা শুরু। এরপর ‘মাদ্রাজ ক্যাফে’, ‘রকি হ্যান্ডসাম, ফোর্স টু’ ছবিগুলো প্রয়োজনা করেছেন তিনি। বলিউডের জনপ্রিয় এই তারকা অভিনেতা এবার তার নিজের অভিনীত ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরান’ এরও প্রযোজক। জন আব্রাহাম প্রযোজক হিসেবেও ছবিটিকে উন্নতমানের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। এ ছবিতে প্রধান নারী চরিত্রে কাস্ট করেছেন মডেলিং জগত থেকে আসা সুন্দরী গ্ল্যামারাস নায়িকা ডায়ানা পেন্টিকে। যদিও ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরান’-এ ডায়ানা অভিনীত চরিত্রটি একজন ভারতীয় নারী সেনা কর্মকর্তার। এখানে গ্ল্যামারাস ইমেজে পর্দায় আসার সুযোগ পেয়েছেন কম। এ ছবিতে একজন অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণে সচেষ্ট থাকতে হয়েছে বেশি। বলিউডে পা রাখার পর বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও তার খুব বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করা হয়নি। তবে অভিনীত ছবিগুলোতে ডায়ানা একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে যোগ্যতা প্রমাণ করেছে বৈকি। এবারের ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরান’ তার ক্যারিয়ার একটি অনন্য চ্যালেঞ্জ হয়ে এসেছিল। সে চ্যালেঞ্জ মোকাবেলায় সচেষ্ট ছিলেন ডায়ানা দর্শক এ ছবিতে নতুন এক ডায়ানা পেন্টিকে আবিষ্কার করবেন। মুক্তি প্রতীক্ষিত ছবিটির ট্রেলার দেখে এটা আঁচ করা গেছে। সব মিলিয়ে দর্শকদের জন্য ভিন্ন স্বাদের সাসপেন্স পিরিয়ড ড্রামা হিসেবে আসছে ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরান ছবিটি। এ ছবিটি দেখার মাধ্যমে ভারতীয় পারমাণবিক শক্তির প্রকাশ এবং এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর কর্মতৎপরতা সম্পর্কে ওয়াকিফহাল হতে পারবেন দর্শক। ইতোমধ্যে ছবিটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। আনন্দকণ্ঠ ডেস্ক
×