ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ পর্যন্ত মর্গান ফ্রিম্যান!

প্রকাশিত: ০৩:৪৯, ৩১ মে ২০১৮

শেষ পর্যন্ত মর্গান ফ্রিম্যান!

গত বছর থেকে হলিউডে চলছে যৌন হেনন্তার প্রতিবাদ। প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসতেই প্রতিবাদ মুখর হন অভিনেত্রীরা। কিন্তু নারী নিপীড়কের সংখ্যা কম নেই ইন্ডাস্ট্রিতে। একদিকে গ্রেফতার হলেন হার্ভে, অপর দিকে যৌন হেনস্তায় অভিযুক্ত হলেন অস্কার জয়ী মার্কিন অভিনেতাও পরিচালক মরগ্যান ফ্রিম্যান। দর্শকের চোখে অত্যন্ত ভদ্রও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হিসেবে পরিচিত হলিউডের অভিনেতা মর্গান ফ্রিম্যান। ৮০ বছর বয়সী এই অস্কার জয়ী অভিনেতার সুনাম পুরো বিশ্বব্যাপী। অথচ এবার তার বিরুদ্ধেই উঠেছে যৌন হয়রানির অভিযোগ। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ উঠলেও নিজেকে নির্দোষ দাবি করেছেন এই ‘ইনভিকসাস’ অভিনেতা। বলেন, ‘কখনোই কোন নারীর সঙ্গে আক্রমণাত্মক আচরণ করিনি।’ এমনকি, ‘নারীদের জন্যে অস্বস্তিকর কাজের পরিবেশ’ সৃষ্টি করেননি বলে ও জোর দাবি তুলেছেন তিনি। সম্প্রতি সিএনএনের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আটজন নারী ফ্রিম্যানের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এর পরপরই ৮০ বছর বয়সী মরগ্যান এক বিবৃতিতে তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। অস্কারজয়ী এ অভিনেতার বিরুদ্ধে সব চেয়ে বড় অভিযোগ করেছেন এক তরুণ প্রযোজনা সহকারী। তিনি ২০১৬ সালের ‘গোয়িংইনস্টাইল’ ছবিতে কাজ করেছেন। নাম গোপন করে সেই সহকারী বলেন, ‘প্রায় প্রতিদিন ইমরগ্যান পোশাক নিয়ে মন্তব্য করতেন। আমার স্কার্ট ওপরের দিকে তুলে আমাকে স্পর্শ করতে চাইতেন। জানতে চাইতেন আমি অন্তর্বাস পরেছি কিনা।’ এত দিন চাকরি হারানোর ভয়ে মুখ খোলেননি সেই সহকারী। তিনি অভিযোগ করেন, শুটিংয়ের কয়েক মাস তাঁকে প্রতিদিনই মরগ্যান নানা ভাবে স্পর্শ করতেন। শটের পর বিশ্রামের সময় তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি নারী সহকারীটির কোমরের নিচে হাত রাখতেন। চেষ্টা করতেন স্কার্টের ভেতর হাত দেওয়ার। সহকারীর ভাষ্যমতে, এর প্রতিবাদ করেছিলেন সহ-অভিনেতা এ্যালেন আরকিন। কিন্তু এতে রাগে ফুঁসে ওঠেন মরগ্যান এবং শুটিং সেটে অনেক চেঁচামেচি করেন। সিএনএন মোট ১৬ জনের সঙ্গে কথা বলেছে। এর মধ্যে ৮ জন ফ্রিম্যান দ্বারা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বাকি ৮ জন সাক্ষী হিসেবে মন্তব্য দিয়েছেন। মরগ্যানের প্রযোজনা প্রতিষ্ঠানরে ভেলেশনস এন্টারটেইনমেন্টের ৪ কর্মী জানিয়েছেন, কর্মস্থলে তাঁর আচরণ গত সমস্যা ছিল। জনসমক্ষে তিনি নারীদের নিয়ে এমন কিছু বলতেন, যা খুব অসম্মানজনক। মরগ্যান ফ্রিম্যান অবশ্য কোন অভিযোগই অস্বীকার করেননি। তিনি লিখিত এক বিবৃতিতে বলেন, ‘যাঁরা আমার সঙ্গে অতীতে কাজ করেছেন, তাঁরা নিশ্চয়ই জানেন যে আমি জেনে শুনে কাউকে আঘাত কিংবা অস্বস্তিতে ফেলতে চাই না। এরপরও আমি যদি কাউকে অসম্মান করে থাকি বা অস্বস্তিতে ফেলে থাকি, তাহলে এর জন্য আমি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। এমনটা আমি ইচ্ছা করে করিনি।’
×