ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে এবার লিচু উৎপাদন কম ॥ চাষিরা ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ২০:৫১, ৩১ মে ২০১৮

ঈশ্বরদীতে এবার লিচু উৎপাদন কম ॥ চাষিরা ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে এবার ৩’শ কোটির স্থলে ১৩৫ কোটি টাকার লিচু উৎপাদন হওয়ায় চাষিদের ক্ষতি হয়েছে ১৬৫ কোটি টাকা। লিচু উৎপাদন কম হওয়ায় শিমুলতলাসহ লিচুর হাটগুলোর সাথে জড়িতরাও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। গত মৌসুমে অতিরিক্ত বৃষ্টির পানিতে লিচু বাগানের মাটি নরম থাকা, বৈশাখ জ্যৈষ্ঠে অনাকঙ্খিত অতিরিক্ত বৃষ্টি হওয়ায় সৃষ্ট প্রকৃতির বিরুপ প্রতিক্রিয়ায় লিচু উৎপাদনে এবার কম হয়েছে। সার কীট নাশকের অতিরিক্ত মূল্য থাকায় উৎপাদন খরচও বৃদ্ধি পায়। এসব কারণে ঈশ্বরদীতে গত মৌসুমের তুলনায় মোট ২ লাখ ৭০ হাজার গাছের মধ্যে শতকরা সত্তর ভাগ গাছে লিচুর উৎপাদন কম হয়েছে। এতে ঈশ্বরদী এলাকায় এবার ৯৫৭০ জন কৃষক চার হাজার হেক্টর জমিতে লিচুর আবাদ করেছে। প্রায় ৩’শ কোটি টাকার লিচুর স্থলে মাত্র ১৩৫ কোটি টাকার লিচু উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী ১ লাখ ৮০ হাজার গাছে গড়ে ৫ হাজার করে মোট ৫৪ কোটি লিচু উৎপাদন হয়েছে। প্রকৃতির বিরুপ প্রভাব না থাকলে এবং সার কীটনাশকের দাম সহনীয় পর্যায়ে থাকলে আগামি মৌসুমে লিচুর উৎপাদন স্বাভাবিক হবে বলে কৃষি বিভাগও আশাবাদী। ঈশ্বরদীর অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা কামরুন্নাহার জানান, বিক্ষিপ্তভাবে ৪ হাজার হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে এবার। অতিবৃষ্টির কারণে আগাম কুশি বের হয়ে ফলনের ক্ষতি হয়েছে। প্রতি ইউনিয়নে সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কৃষকদের সচেতন করা হচ্ছে যাতে আগামিতে আরও বেশী করে বাণিজ্যিকভাবে লিচু উৎপাদন করা সম্ভব হয়। প্রাকৃতিক বিপর্যয়কে কাটিয়ে ফলন বৃদ্ধিরও চেষ্টা করা হচ্ছে।
×