ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরও ভয়ঙ্কর হচ্ছে ভারতের বিমানবাহিনী

প্রকাশিত: ২০:৫০, ৩১ মে ২০১৮

আরও ভয়ঙ্কর হচ্ছে ভারতের বিমানবাহিনী

অনলাইন ডেস্ক ॥ সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করতে এবার নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে ভারতের বিমানবাহিনীতে। জানা গেছে, নতুন এই ইনফ্রারেড সিস্টেমে সহজেই ধরা পড়বে আমেরিকার অত্যাধুনিক এফ-২২ বা চীনের জে-২০'র মত যুদ্ধবিমান। ডুয়াল-ব্যান্ড ইনফ্রারেড ইমেজিং সার্চ ও ট্র্যাক সিস্টেম তৈরি করছে ভারত। সুখোই যুদ্ধবিমানে মোতায়েন করা হবে ওই সিস্টেম। এর আগে গত বছর চীন তৈরি করে জে-২০ ফাইটার জেট। এই বিমান এমন প্রযুক্তিতে তৈরি যাতে এটি কোনো র্যাডারে ধরা না পড়ে। এই বিষয়টি নজরে আসতে নতুন ইনফ্রারেড প্রযুক্তি তৈরি করতে তৎপর হয় ভারত। এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, লং রেঞ্জের ডুয়াল ব্যান্ড ইনফ্রারেড ইমেজিং সার্চ ও ট্র্যাকিং সিস্টেম তৈরি করার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। দিন ও রাত, সবসময়ই এই সিস্টেম কাজ করবে বলে জানানো হয়েছে। জানা গেছে, ভারতের প্রথম সারির সব যুদ্ধবিমানে যুক্ত করা হবে এই সিস্টেম। তবে বিমানগুলোর নির্মাণগত কোনো পার্থক্য ঘটবে না। এই সিস্টেমের বেশির ভাগ অংশই ভারতে তৈরি হবে।
×