ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবারও বিশ্বকাপে ফিরছে ভুভুজেলা

প্রকাশিত: ২০:৪৮, ৩১ মে ২০১৮

আবারও বিশ্বকাপে ফিরছে ভুভুজেলা

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ভুভুজেলার ভুবনভেদী আওয়াজ। বাহারি রঙ-ঢঙের বিরাট লম্বা একখানা বাঁশি যে যার মতো বাজাচ্ছে, বিকট আওয়াজ হচ্ছে, তাতেই যেন পূর্ণতা পাচ্ছে সবার আনন্দ! সেই ভুভুজেলা পর্ব অনেকটা ইতিহাস হয়ে গিয়েছিল। কেননা ব্রাজিল বিশ্বকাপে ভুভুজেলার উপর আরোপিত হয়েছিল বিধি নিষেধ। কিন্তু এবার রাশিয়া বিশ্বকাপে ফিরছে ভুভুজেলা! তবে মাঠে নয়, মাঠের বাইরে মস্কো পার্কে বসছে ভুভুজেলার একটি জায়ান্ট স্ট্যাচু। ৯ মিটারের এই প্লাস্টিকের ভুভজেলা বেজে উঠবে ধারাভাষ্য চলাকালীন। ম্যাচ শেষ হলেও শোনা যাবে ভুভুজেলার আওয়াজ। মস্কো পার্কের জায়ান্ট ভুভুজেলার গায়ে থাকছে সাদা, নীল এবং লাল রং। ঠিক যে রং দেখা যায় রাশিয়ার জাতীয় পতাকাতে। মস্কো ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘বিশ্বকাপের ম্যাচে জয়ী দলের সম্মানেও বেজে উঠবে এই দৈত্যাকার বাঁশি।’ তবে চিরাচরিত ভুভুজেলার সঙ্গে এই বাঁশির অনেক পার্থক্য রয়েছে। ভুভুজেলার মত দেখতে হলেও ১২০ ডেসিবেলের বেশি আওয়াজে বাজবে না মস্কো ক্লাবের বাঁশিটি এবং সাধারণ ভুভুজেলার মত কর্কশও নয়। বরং অপেক্ষাকৃত নরম আওয়াজ বেরোবে এই বাঁশি থেকে।
×