ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

প্রকাশিত: ২০:৩৫, ৩১ মে ২০১৮

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

অনলাইন ডেস্ক ॥ আসন্ন রাশিয়া বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। সেই উন্মাদনায় কাঁপছে পুরো ফুটবল বিশ্ব। মাসব্যাপী ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় এবং কেমন হবে তা জানতে উন্মুখ হয়ে আছেন ফুটবল প্রেমীরা। ২০১২ লন্ডন অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান যেমন এখনও তরতাজা ক্রীড়াপ্রেমীদের মনে। ব্রাজিল বিশ্বকাপের কথাই ধরুন। জেনিফার লোপেজ আর পিটবুলের মঞ্চ মাতানো পারফরম্যান্স। ২০১৮ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও তেমনি হবে। ২১তম এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে রাশিয়ার সবচেয়ে বড় ভেন্যু লুজনিকি স্টেডিয়ামে। যেখানে প্রায় ৮০ হাজার মানুষের সামনে মঞ্চ মাতাবেন তারকারা। ম্যাচ ১৪ জন প্রথম ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই বিশ্বকাপের থিম সং 'লিভ ইট আপ’-এর মধ্যে দিয়ে শুরু হবে মূল মহড়ন। থিম সং নিয়ে সবার সামনে হাজির হবেন উইল স্মিথ এবং নিকি জ্যাম। এছাড়া রাশিয়ান স্থানীয় তারকাদের নানা রকম আয়োজনে মাতবে পুরো গ্যালারি। অনুষ্ঠানের পাশাপাশি তুলে ধরা হবে রাশিয়ার সংস্কৃতির বিভিন্ন দিক। পুরো গ্যালারির সামনে জিমন্যাস্ট এবং ট্র্যামপোলিনিস্টরাও পারফর্ম করবেন।
×