ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মেসি-পাভোনের বোঝাপড়ার প্রশংসায় আর্জেন্টিনা কোচ

প্রকাশিত: ১৯:০৬, ৩১ মে ২০১৮

মেসি-পাভোনের বোঝাপড়ার প্রশংসায় আর্জেন্টিনা কোচ

অনলাইন ডেস্ক ॥ হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে লিওনেল মেসির সঙ্গে ক্রিস্তিয়ান পাভোনের বোঝাপড়ার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। বুধবার বুয়েনস আইরেসে অতিথিদের ৪-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেন মেসি; অপর গোলটি সের্হিও আগুয়েরোর। মেসির হ্যাটট্রিক পূর্ণ করা তৃতীয় গোলটিতে অবদান ছিল পাভোনের। বদলি হিসেবে নামা বোকা জুনিয়র্সের এই উইঙ্গারের দারুণ কাট-ব্যাকে বল পেয়ে জালে জড়ান মেসি। খেলায় আক্রমণভাগের দুই জনের বোঝাপড়ায় মুগ্ধ সাম্পাওলি। “ক্রিস্তিয়ান এমন একজন খেলোয়াড় যার মেসির সঙ্গে যোগাযোগের বিশেষ গুণ আছে। সে ফাঁকা জায়গায় ছুটে যায়, সব সময়ই তৎপর।” পাভোনের পাশাপাশি চোট কাটিয়ে ফেরা আগুয়েরোর খেলারও প্রশংসা করেন সাম্পাওলি। গনসালো হিগুয়াইনের বদলি হিসেবে মাঠে নেমে মেসির পাস থেকে দারুণ একটি গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আগুয়েরো। ৯ জুন আর্জেন্টিনা তাদের পরবর্তী প্রীতি ম্যাচে ইসরাইলের মুখোমুখি হবে। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে সাম্পাওলির দলের। 'ডি' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
×