ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় পদাতিকের নতুন নাটক ‘ট্রায়াল অব সূর্য সেন’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৬:১৬, ৩১ মে ২০১৮

শিল্পকলায় পদাতিকের নতুন নাটক ‘ট্রায়াল অব সূর্য সেন’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ সূর্য সেন বা সূর্য কুমার সেন, ডাকনাম কালু, যিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত। পূর্ববঙ্গে জন্ম নেয়া এই বাঙালী বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। দেশকে ভালবেসে দেশের মানুষের সমষ্টিগত স্বার্থের প্রয়োজনে নিজের ব্যক্তিগত সুখ-শান্তি সব বিসর্জন দিয়ে এক মহাশক্তি আর অদ্ভুত ক্ষমতা অর্জন করেছিলেন। গুলির মুখে, ফাঁসির দড়িতে, পুলিশের লাঠির আঘাতে, গোয়েন্দা পুলিশ অফিসের গোপন কুঠুরির নির্মম অত্যাচারে সময়ের আগেই বিদায় নিয়েছেন এই সুন্দর ধরণী থেকে। সেই রক্তের, সেই আত্মত্যাগের সূচীশুভ্র পথ ধরে ক্রমাগত হাঁটতে হাঁটতে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। জেলখানার কনডেম সেলে বসে মাস্টারদা তাঁর অর্ধসমাপ্ত আত্মজীবনীগ্রন্থ ‘বিজয়া’ তে লিখেছেন, সমাজতন্ত্রের পথই প্রকৃত পথ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানি মাস্টার দা সূর্য সেনের প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকা-ের বিষয়বস্তুকে উপজীব্য ঢাকা পদাতিক মঞ্চে এনেছে নাটক‘ ‘ট্রায়াল অব সূর্য সেন’। দলের ৩৮তম প্রযোজনা নতুন এ নাটকের তৃতীয় প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে বুধবার সন্ধ্যায়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যজন মাসুম আজিজ। ইতিহাস নির্ভর চরিত্র সমূহ সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকারায়, নির্মলসেন বৃটিশ উকিল, বাঙালী উকিলসহ প্রায় ৪০টি চরিত্র উঠে এসেছে এ নাটকে। ইতিহাসকে আশ্রয় করেই নাটকের কাহিনী আবর্তিত। শুধুমাত্র ব্যাখ্যার প্রয়োজনে ইতিহাস এসেছে। নাটকটিতে মাস্টারদাকে আজকের সময়ের মুখোমুখি দাঁড় করান হয়েছে। দর্শকদের করা হয়েছে বিচারক। বর্তমান বিশ্ব অর্থনীতির পরিবর্তিত সুরত, পুঁজিবাদের নোংরা কদর্য রূপ আমাদের বারে বারে ফিরে ফিরে নিয়ে যায় একটি বিশ্বাসের কাছে। আর তা হলো সমাজতন্ত্রই মুক্তির একমাত্র পথ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, আব্দুল্লাহ রানা, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, ফিরোজ হোসাইন, আক্তার হোসেন প্রমুখ। নাটকটি মঞ্চায়নে সহযোগীরা হলেন-মঞ্চ ও আলোক পরিকল্পনা আমিনুর রহমান আজম, সহযোগী মাসুদ আহম্মেদ, পোশাক পরিকল্পনা আইরিন পারভীন লোপা, আবহসঙ্গীত আবুল বাশার সোহেল, সহযোগী জহিরুল হক রিয়াজ, মঞ্চ উপকরণ মামুন শরীফ, মঞ্চ উপকরণ ব্যবস্থাপক সামিউল ইসলাম, সহযোগী আল আমিন, প্রচার ও প্রকাশনা তারেক আলী মিলন, পোস্টার পরিকল্পনা উৎস জামান, মিলনায়তন ব্যবস্থাপনা মনির উজ্জামান তালুকদার, মঞ্চ ব্যবস্থাপক শ্যামল হাসান, প্রধান সমন্বয়কারী ফিরোজ হোসাইন, প্রযোজনা অধিকর্তা মিজানুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধান গোলাম কুদ্দুছ।
×