ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৬:১১, ৩১ মে ২০১৮

আশুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩০ মে ॥ আশুলিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। তার পরিচয় মিলেনি। আশুলিয়া থানার এস.আই. রুহুল আমিন জানান, মঙ্গলবার রাত অনুমান তিনটার দিকে একদল ডাকাত আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া থানাধীন ‘মরাগাং’ এলাকায় যানবাহনে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয় ও অন্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। এছাড়া নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
×