ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈদে ঘরে ফেরার দুর্ভোগ- ১৫৮ ভাঙ্গাচোরা রাস্তাঘাট চিহ্নিত

প্রকাশিত: ০৬:১০, ৩১ মে ২০১৮

ঈদে ঘরে ফেরার দুর্ভোগ- ১৫৮ ভাঙ্গাচোরা রাস্তাঘাট চিহ্নিত

শংকর কুমার দে ॥ ঈদের সময়ে ঘরে ফেরা মানুষজনের জন্য যানজটসহ চরম দুর্ভোগের কারণ হিসেবে রাজধানী ঢাকাসহ সারাদেশের ১৫৮ সড়ককে চিহ্নিত করেছে পুলিশ সদর দফতর। রমজান মাসেই এই বেহাল অবস্থার সড়কগুলোকে মেরামতসহ কাজ শেষ করে চলাচলের যথাযথ উপযোগী করে তোলার জন্য পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেয়া হয়েছে সড়ক, জনপথ ও সেতু মন্ত্রণালয়কে। পুলিশ সদর দফতরের দেয়া চিঠিতে বলা হয়েছে, ঈদের আগেই এসব সড়কের কাজ শেষ করতে হবে। নতুবা জনদুর্ভোগ সৃষ্ট হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হতে পারে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সারাদেশে দেড় হাজার কিলোমিটার সড়ক গাড়ি চলাচলের অযোগ্য। সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) মহাসড়ক ব্যবস্থাপনা বিভাগের (এইচডিএম) সাম্প্রতিক জরিপে এ চিত্র মিলেছে। প্রতিবেদন অনুযায়ী, সারাদেশে রাস্তার ২৬ দশমিক ৩২ শতাংশের অবস্থা বেহাল। মহাসড়কের ৫৭ শতাংশ ভাল হলেও সারাদেশে প্রায় দেড় হাজার কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ, চলাচল অযোগ্য। চলমান বৃষ্টিপাত রাস্তার অবস্থা আরও নাজুক করে দিচ্ছে। এ বাস্তবতায় এবার ঈদযাত্রা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত কয়েক দিন ধরে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। যানজটের পেছনে অনেক কারণ থাকলেও রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় গাড়ি চালাতে হচ্ছে ধীরগতিতে। ২০ বছরের আয়ুষ্কাল ধরে নির্মাণ করা মহাসড়কটি নষ্ট হয়ে গেছে দুই বছরের মাথায়। একই চিত্র ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। অন্য মহাসড়কগুলোর অবস্থাও খারাপ। পুলিশ সদর দফতর সূত্র জানায়, প্রতিবছর ঈদের সময়ে ঘরে ফেরা মানুষজনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় রাস্তার করুণ হাল। এবার ঈদের আগেই সারাদেশের কোন রাস্তার কি অবস্থা তার সরেজমিন প্রতিবেদন তৈরি করেছে পুলিশ সদর দফতর। পুলিশের তৈরি প্রতিবেদনে রাজধানী ঢাকার ৩৫ ও সারাদেশের মহাসড়কের ১২৩ রাস্তা চিহ্নিত করা হয়েছে জনদুর্ভোগ কবলিত রাস্তা হিসেবে। এই রাস্তাগুলোর কাজ রোজার মধ্যে শেষ করার তাগিদ দিয়ে সড়ক, জনপথ ও সেতু মন্ত্রণালয়কে পুলিশের চিঠি দিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতর এই চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই চিঠি পাঠানো হচ্ছে সড়ক, জনপথ ও সেতু মন্ত্রণালয়ে। পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয় চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ জুন পবিত্র ঈদ-উল ফিতর। ঈদ উপলক্ষে সারাদেশের মানুষ ঘরে ফেরে। এই ফেরা নির্বিঘœ করার লক্ষ্যে দ্রুত রাস্তাঘাট মেরামত করার তাগিদ দেয়া হয়। এর মধ্যে পুলিশ রাজধানীর সবুজবাগ থানা এলাকার ৯, শ্যামপুর ২, সূত্রাপুর ১, মিরপুর ১, পল্লবী ১, জাতীয় প্রেসক্লাব ১, মতিঝিল ২, পল্টন ১, খিলগাঁও ৩, তুরাগ ১, দক্ষিণখান ৩, মোহাম্মদপুর ৬, ডেমরা ১ বাড্ডা ১ ও লালবাগে ১টি রাস্তা।
×