ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদ উদ্যাপনের প্রস্তুতি ॥ প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে

প্রকাশিত: ০৬:০৯, ৩১ মে ২০১৮

ঈদ উদ্যাপনের প্রস্তুতি ॥ প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে

স্টাফ রিপোর্টার ॥ অন্যবারের ন্যায় এবারও দেশে ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল আটটায় জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোন অনিবার্য কারণে সকাল ৮টায় জামাত অনুষ্ঠান সম্ভব না হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান জামাত ছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর (১৪৩৯ হিজরি) উদযাপনের জন্য সরকারী কর্মসূচী নির্ধারণকল্পে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় যথাযোগ্য মর্যাদা, ভাব-গাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল ফিতর। ঈদ-উল ফিতর সামনে রেখে ইতোমধ্যে রাজধানীতে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবার প্রতিটি ওয়ার্ডে চারটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি নেয়া হয়েছে। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদের জামাত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন ঈদগাহ ময়দানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদ-উল ফিতর উপলক্ষে রাজধানীর প্রধান প্রধান সড়কদ্বীপ সরকারীভাবে সজ্জিত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এছাড়াও ধর্মমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারও ঈদে সরকারী, আধা-সরকারী ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারী ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া পবিত্র ঈদ-উল ফিতরের রাতে নির্দিষ্ট সরকারী ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে। সারাদেশে বিভাগ বা জেলা বা উপজেলা বা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা সশস্ত্র বাহিনী বিভাগ বা বেসরকারী সংস্থাসমূহের প্রধানগণ জাতীয় কর্মসূচীর আলোকে নিজ নিজ কর্মসূচী প্রণয়ন করে ঈদ-উল ফিতর উদযাপন করবে। এবারের ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল বা কারাগার বা সরকারি শিশু সদন বা বৃদ্ধ নিবাস বা ছোটমনি নিবাস বা সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র বা আশ্রয় কেন্দ্র বা সেফ হোমস বা ভবঘুরে কল্যাণ কেন্দ্র বা দুঃস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভার সিদ্ধান্ত মোতাবেক, মহানগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় নীতির সঙ্গে সঙ্গতিশীল ডকুমেন্টারি ফিল্ম বা চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ডকুমেন্টারি ফিল্ম তৈরির ক্ষেত্রে অন্যান্য মুসলিম দেশের ধর্মীয় অনুষ্ঠানাদি, রীতি ও রেওয়াজকে গুরুত্ব দিয়ে নতুন আঙ্গিকে নতুন ধারার অনুষ্ঠানমালা তৈরির অগ্রাধিকার দেয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল শিশু পার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করাও হবে। শিশুদের মধ্যে চকোলেট বা চিপস বিতরণের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন কিছু আর্থিক অনুদান প্রদান করবে। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনাটিকেটে জাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লাসহ দর্শনীয় স্থান প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×