ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেস্টে ‘টস’ বিলুপ্ত হচ্ছে না

প্রকাশিত: ০৪:১৬, ৩১ মে ২০১৮

টেস্টে ‘টস’ বিলুপ্ত হচ্ছে না

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি জোরালো গুঞ্জন শুরু হয়েছিল, টেস্ট ম্যাচ থেকে টস বিলুপ্ত হয়ে যাচ্ছে। পক্ষে-বিপক্ষে চলছিল ব্যাপক সমালোচনা। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ক্রিকেট কমিটি এটিকে খেলার ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে উল্লেখ করে জানিয়ে দিয়েছে টেস্ট থেকে ‘টস’ উঠছে না। অর্থাৎ আগের মতোই টেস্ট ম্যাচের শুরুতে দুই অধিনায়ককে টস করতে দেখা যাবে। এখন বিশ্বের সব দেশই নিজেদের পছন্দ মতো উইকেট বানায়। তার ওপর টস জিতলে ম্যাচের অর্ধেকটাই তাদের মুঠোয় চলে যায়। তাই টেস্ট ক্রিকেটে টস বিলুপ্ত করে সফরকারী দলকে ব্যাটিং বা বোলিং পছন্দের সুযোগ দেয়ার কথা ভাবা হচ্ছিল। আইসিসির ঘোষণায় সেই গুঞ্জনের অবসান হলো। যথারীতি টিকে থাকল ঐতিহাসিক ‘টস’ প্রথা। আইসিসি তাদের এক বিবৃতিতে জানায়, ‘টস টেস্ট ক্রিকেটের ঐতিহ্য এবং অবিচ্ছেদ্য অংশ। এটাও খেলার অংশ। টস নয় পিচের দিকে আমাদের নজর দেয়া উচিত। যাতে করে ব্যাট ও বলের নিরপেক্ষ ও ন্যায্য লড়াইটা হয়।’ পাশাপাশি কমিটির বল টেম্পারিং ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। কমিটি বল টেম্পারিংয়ের শাস্তি আরও কঠোর করার সিদ্ধান্ত নেয়। তারা আম্পায়ারদের বল টেম্পারিংয়ের শাস্তি দেয়ার ক্ষমতা দেয়ার বিষয়ে মত দিয়েছে। মুম্বাইয়ে দু’দিনের সভায় এ বিষয়ে বিজ্ঞপ্তিতে আইসিসি আরও জানিয়েছে, ‘ম্যাচে অতিরিক্ত খারাপ ভাষা ব্যবহার, কাউকে হেনস্থা করা ও বল টেম্পারিং মারাত্মক অপরাধ। এগুলো দমন করতে হবে। তাছাড়া এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আম্পায়ারদের আরও অথোরিটি দেয়া প্রয়োজন বলে কমিটি মনে করছে।’ টস বাতিল না করলেও স্বাগতিক দলগুলোর হোম কন্ডিশনের সুবিধা নেয়া নিয়ে আলোচনা করেছে কমিটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মাথায় রেখে স্বাগতিক দলগুলো যেন মানসম্মত স্পোর্টিং উইকেট প্রস্তুত করে সে ব্যাপারেও একমত হয়েছেন কমিটির সদস্যরা। এ ব্যাপারে আইসিসির বিবৃতি, ‘টেস্টের উইকেট যেভাবে বানানো হয় তা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বিতাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। কমিটি তাই সদস্যদের বলেছে, আইসিসির নিয়ম মেনে এমন উইকেট বানানোর প্রতি নজর দিতে, যেন ব্যাট-বলের ভারসাম্য বজায় থাকে।’ আইসিসির প্রধান নির্বাহী কমিটির কাছে পয়েন্ট ব্যবস্থা সংস্কারের সুপারিশও করেছে ক্রিকেট কমিটি। তাদের যুক্তি, সিরিজ জয়ের জন্য নয় বরং প্রতিটি ম্যাচের জন্য পয়েন্ট থাকা উচিত। ক্রিকেট কমিটির এই সভায় উপস্থিত ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনে, অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ও ম্যাচ রেফারি ডেভিড বুন এবং বর্তমান কোচ মাইক হেসন।
×