ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের পরিবর্তে দেরাদুন যাচ্ছেন রাজু

প্রকাশিত: ০৪:১৪, ৩১ মে ২০১৮

মুস্তাফিজের পরিবর্তে দেরাদুন যাচ্ছেন রাজু

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ থেকে ছিটকে পড়েছেন মুস্তাফিজুর রহমান। তা পুরনো খবর। তার পরিবর্তে একজন স্পিনার না পেসার নেয়া হবে এ দ্বিধা ছিল। উইকেট দেখে তা নিশ্চিত হওয়ার কথা ছিল। তা নিশ্চিত হয়েছে। মুস্তাফিজের পরিবর্তে স্পিনার নয়, একজন পেসারই দেরাদুন যাচ্ছেন। তিনি পেসার আবুল হাসান রাজু। জাতীয় দলের জার্সি গায়ে ২০১২ সালে চারটি টি২০ খেলে দুই উইকেট নেয়া রাজু শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন। প্রায় ছয় বছর পর টি২০ দলে খেলার সুযোগ মিলতে পারে রাজুর। এবার আইপিএলে সাত ম্যাচ খেলতে পেরেছেন মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচটি যখন খেলেন তখনই পায়ের চোটে পড়েন তিনি। কিন্তু বিষয়টি লুকিয়েছিলেন। দল যখন দেরাদুনে যেতে প্রস্তুত তার একদিন আগে রাতে মুস্তাফিজ খেলতে পারবেন না বলে জানান। চোটের কথা আগেই জানা ছিল। কিন্তু সেটা গুরুতর তা বোঝা যায়নি। তাতে করে মুস্তাফিজ সিরিজ থেকে ছিটকে পড়েছেন। শুধু কি ছিটকে পড়েছেন, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে চলে গেছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলা নিয়ে আশাবাদ আছে। কিন্তু তা সময়ই বলে দেবে। আইপিএলে ২০১৬ সালে প্রথমবার খেলতে গিয়েও ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজ। এরপর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েও পড়েছেন ইনজুরি। তাতে ভালভাবে দলকে ভুগতে হয়েছে। আর তাই বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগে দেশের ক্রিকেটারদের খেলা নিয়ে বিসিবিকে ভাবনায় ফেলে দিয়েছে। বিসিবি এখন ক্রিকেটারদের বিদেশী ফ্র্যাঞ্চাইজি লীগ খেলায় ভালভাবে বিধিনিষেধ আনতে যাচ্ছে। যদিও এর আগে দুইয়ের বেশি বিদেশী লীগ নয়, এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কিন্তু এখন মুস্তাফিজের বারবার ইনজুরিতে পড়ার বিষয়টি সব ক্রিকেটারের জন্য বিদেশী লীগকে উন্মুক্ত করার ব্যাপারে বিসিবিকে ভাবতে বাধ্য করছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। অন্য ফরমেটে আফগানরা যেমন দলই হোক টি২০তে দুর্বার। যদিও বাংলাদেশ দল শক্তিশালী। কিন্তু র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তান যে কোন কিছু ঘটিয়ে দিতে সক্ষম। আর তাই সিরিজকে গুরুত্বের সঙ্গেই নেয়া হচ্ছে। এমন মুহূর্তে মুস্তাফিজের ছিটকে পড়ায় চিন্তিত সবাই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, ‘এবার আমরা অনেক সিরিয়াসলি চিন্তা করবো। এর আগে সে ইনজুরি নিয়ে ফিরেছে, বাংলাদেশ ক্রিকেট সাফার করেছে। এবারও একই সমস্যা। এটা বোর্ড মিটিংয়ে তোলা হবে। এটা নিয়ে সিরিয়াস হব, কোন খেলোয়াড়কে খেলতে দেব আর কোন খেলোয়াড়কে খেলতে দেব না এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ সঙ্গে যোগ করেন, ‘সে (মুস্তাফিজ) আমাদের দলে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশেষ করে টি২০তে। ও ছিটকে পড়ায় আমাদের পেস বোলিংয়ে শক্তি অনেক কমে গেছে। ইনিংসের শুরুর দিকে এক দুই ওভার পরে কিংবা ডেথ ওভারে ওর ওপর আমরা অনেক ভরসা করি। শেষ মুহূর্তে আমরা অনেক বড় ধাক্কা খেয়েছি।’ দেরাদুনে দল মঙ্গলবারই পৌঁছে যায়। সেখানে গিয়ে যখন সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ দলের কোচ, ক্রিকেটার, ম্যানেজার; তখনও মুস্তাফিজকে নিয়েই কথা ওঠে। মুশফিকুর রহীম বলে দেন, এক মুস্তাফিজের ওপর দল নির্ভর করে না। মুশফিক বলেন, ‘চোটে কারও হাত নেই। এটা খেলার অংশ। আমরা এখনও শক্তিশালী দল। একজনের ওপর আমাদের দল নির্ভর করে না। আমাদের দলে অনেক ভাল খেলোয়াড় আছে যারা কাজটা করে দিতে পারে। এই বিশ্বাসটা আমাদের আছে। কোর্টনি যেটা বললেন, ওর জায়গায় যে আসবে তার জন্য বিরাট সুযোগ। যেই আসবে ভাল একটা ফল হবে আশাকরি।’ রাজুর অন্তর্ভুক্তি একটা বিষয়ও স্পষ্ট করে দিয়েছে। দেরাদুনের উইকেট যে পেসনির্ভর তা বোঝাই যাচ্ছে। ৩, ৫ ও ৭ জুন যে এক এক করে তিনটি টি২০ ম্যাচ হবে, সিরিজে মুস্তাফিজের পরিবর্তে স্পিনার না পেসার নেয়া হবে, তা উইকেট দেখেই সিদ্ধান্ত নেয়ার কথা। উইকেট দেখে টিম ম্যানেজমেন্টও একজন পেসার নেয়ার পক্ষে রায় দেন। নির্বাচকরাও পেসার রাজুকে দলে নেন। মুস্তাফিজের পরিবর্তে রাজু যাচ্ছেন দেরাদুন।
×