ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমার দল অনেক শক্তিশালী’

প্রকাশিত: ০৪:১৩, ৩১ মে ২০১৮

‘আমার দল অনেক শক্তিশালী’

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার সকালে রওনা হয়ে সেদিনই ভারতের দেরাদুনে পৌঁছে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পৌঁছে বিশ্রাম নেয়ার সঙ্গে রাতে সাংবাদিক সম্মেলনেও যোগ দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের উদ্দেশ্যে সেখানেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘আমরা শক্তিশালী দল।’ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটের জন্য ছিটকে পড়া মুস্তাফিজুর রহমানকে নিয়ে এক প্রশ্নের জবাবে ওয়ালশ বলেছেন, ‘আমরা এখনও শক্তিশালী দল। দুর্ভাগ্য, সে (মুস্তাফিজ) চোটে পড়েছে। তবে তার জায়গায় যে আসবে তার বড় একটা সুযোগ।’ হাতে আর তিনদিন সময় আছে। ৩ জুন প্রথম টি২০ দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৫ জুন দ্বিতীয় ও ৭ জুন তৃতীয় ও শেষ টি২০ খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচগুলো শুরু হবে। এ সিরিজে অংশ নিতে মঙ্গলবার দেরাদুনে যায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান, ওপেনার তামিম ইকবাল ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। আইপিএল খেলে এসে সাকিব একটু বিশ্রাম নিয়ে আজ যাবেন দেরাদুনে। বিশ্ব একাদশের হয়ে ইংল্যান্ডের লর্ডসে আজ ক্যারিবীয় একাদশের বিপক্ষে চ্যারিটি ম্যাচ খেলবেন তামিম। ম্যাচটি খেলে শুক্রবার আফগানিস্তান একাদশের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ রয়েছে সেটি খেলার সুযোগ থাকতে পারে তামিমের। না হলেও মূল সিরিজে ঠিকই খেলবেন। আর মুস্তাফিজ তো পায়ের চোটে ছিটকেই পড়েছেন। তার আর যাওয়া হচ্ছে না। মুস্তাফিজের স্থানে দেরাদুনে যাবেন এবং খেলতেও পারেন পেসার আবুল হাসান রাজু। দেরাদুনে গিয়েই যে সংবাদ সম্মেলনে অংশ নিতে হয়, সেখানে ছিলেন মুশফিকুর রহীমও। তিনি দলকে নিয়ে আশাবাদী। ব্যক্তিগত নৈপুণ্য নিয়েও আশাবাদ দেখিয়েছেন, ‘প্রতিটি সিরিজে নতুন নতুন চ্যালেঞ্জ থাকে। চেষ্টা থাকবে সর্বশেষ যেটা করেছিলাম, সেটা যেন ধরে রাখতে পারি। গত সিরিজে শেষ বাধাটা (ফাইনাল) পেরোতে পারেনি। এবার চেষ্টা থাকবে সেটা যেন জয় করতে পারি। এটা দলীয় খেলা। টি২০তে আমরা কম জিতি। এবার চেষ্টা থাকবে ভাল করার।’ নিদাহাস ট্রফিতে ফাইনালে খেলে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ভারতের বিপক্ষে ফাইনালে খেলে। টি২০তে যে বাংলাদেশ ভাল দল নয় সেই অপবাদ ঘুচে যায়। শুধু তাই নয়, র‌্যাঙ্কিংয়ে যতই আফগানিস্তান এগিয়ে থাকুক শক্তিশালী দল বাংলাদেশই। দলটি যে অনেক অভিজ্ঞ। যদিও টি২০তে ম্যাচের দিনটিতে যে দল ভাল খেলে তারাই জিতে বাজিমাত করে। বড়-ছোট দল বলে টি২০তে তেমন পার্থক্য থাকে না। এরপরও বাংলাদেশ শক্তিশালী দলই। এখন আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ হয়ে ওঠা দেরাদুনের উইকেট বোঝা গেলেই হলো। বুধবার ও আজ অনুশীলন করার পর শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। শনিবার আরেকদিন প্রস্তুতি নিয়ে রবিবার থেকেই মাঠে নেমে পড়বে। তবে এর আগেই দল বুধবার অনুশীলন করতে গিয়েই বুঝে গেছে উইকেটে স্পিনারদের চেয়েও বেশি পেসারদের জন্য সুবিধা রয়েছে। আর তাইতো মুস্তাফিজের পরিবর্তে পেসার না স্পিনার যাবে যে দ্বিধা ছিল তা উইকেট থেকে নিশ্চিত হওয়া গেছে। তাতে করে একজন পেসারকেই দলে ভেড়ানো হয়েছে। এমন যদি হয়, তাহলে এগিয়ে থাকবে বাংলাদেশই। আফগানিস্তানের স্পিনাররা ভাল। বিশেষ করে রশিদ খান ও মুজিব জাদরান দুর্দান্ত। এছাড়া ব্যাটিং কিংবা পেস আক্রমণে বাংলাদেশই এগিয়ে থাকছে। ব্যাটিংয়ে তামিম, সৌম্য, সাব্বির, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, লিটনদের মতো ব্যাটসম্যানরা আছেন। পেস আক্রমণে অভিজ্ঞ রুবেলের সঙ্গে আবু জায়েদ রাহী, আরিফুল হকও রয়েছেন। ওয়ালশ সবদিক বিবেচনা করেই দেরাদুনে গিয়ে বলেছেন, ‘আমরা শক্তিশালী দল।’
×