ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন ক্যামেরার স্মার্টফোন আনল হুয়াওয়ে

প্রকাশিত: ০৪:১২, ৩১ মে ২০১৮

তিন ক্যামেরার স্মার্টফোন আনল হুয়াওয়ে

বহুল প্রতীক্ষিত পি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হুয়াওয়ে পি২০ প্রো বাংলাদেশের বাজারে আনল শীর্ষস্থানীয় স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। স্মার্টফোনের জগতে বিশ্বের প্রথম লাইকা লেন্সের তিন ক্যামেরার এই মোবাইলে রয়েছে অভূতপূর্ব এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার। বুধবার রাজধানীর গুলশানে অবস্থিত হুয়াওয়ের এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফোনের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন হুয়াওয়ে বাংলাদেশের ব্র্যান্ড এ্যাম্বেসেডর সাকিব আল হাসান, হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর অ্যারন, গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান। অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই স্মার্টফোনটি মূল্য ৮২,৯৯০ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার গত মঙ্গলবার ঢাকা মহাখালীর রাওয়া ক্লাবে সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যাক্তিত্বদের সঙ্গে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিঃ একটি ইফতার পার্টি আয়োজন করে। সম্মানিত ডিলারবৃন্দ, স্টোর ম্যানেজারগণ ও বাটার কর্মকর্তাবৃন্দ এই আয়োজনে উপস্থিত ছিলেন। বিশ্ববিখ্যাত ক্রিকেট অলরাউন্ডার ও বাটা বাংলাদেশের ব্র্যান্ড এ্যাম্বাসেডর ‘সাকিব আল হাসান’ বাটার এই আয়োজনে উপস্থিত ছিলেন। বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক, চিতপান কানহাসিরি আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান
×