ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোশাক রফতানির বিপরীতে তহবিলের অর্থ কর্তন নিশ্চিতের নির্দেশ

প্রকাশিত: ০৪:১২, ৩১ মে ২০১৮

পোশাক রফতানির বিপরীতে তহবিলের অর্থ কর্তন নিশ্চিতের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাকের সব ধরনের রফতানির বিপরীতে শতকরা তিন পয়সা হারে কর্তন করে তহবিল সংগ্রহের নির্দেশনা রয়েছে সরকারের। তবে অনেক ব্যাংক তা না মানায় কেন্দ্রীয় তহবিলে প্রত্যাশার অনুযায়ী অর্থ জমা হচ্ছে না। ফলে এবার তা নিশ্চিতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, তৈরি পোশাক শিল্পের সব প্রতিষ্ঠানের এলসি, বায়িং কন্ট্রাক্ট, চুক্তি, পারচেজ অর্ডার বা অগ্রিম পরিশোধ ইত্যাদি উপায়ে প্রত্যাবাসিত রফতানি মূল্যের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংক থেকে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ (০.০৩) হারে অর্থ কর্তন করার নিয়ম রয়েছে। আমির উদ্দিন এআইবিএলের অডিট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত মোঃ আমির উদ্দিন পিপিএম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদীয় অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের ৩২২তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি পরবর্তী ২ (দুই) বছরের জন্য পর্ষদীয় অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। পর্ষদীয় অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমির উদ্দিন পিপিএম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক। তিনি ১৯৫৫ সালে টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অর্থনীতি বিষয়ে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রী অজর্ন করে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ফাইন্যান্স, ডেভেলপমেন্ট এ্যান্ড লজিস্টিকস) হিসেবে ২০১৬ সালে অবসর গ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×