ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০৫০ সালে সমুদ্রে মাছ নয়, মিলবে প্লাস্টিক কণা

প্রকাশিত: ০৪:১২, ৩১ মে ২০১৮

২০৫০ সালে সমুদ্রে মাছ নয়, মিলবে প্লাস্টিক কণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০৫০ সাল নাগাদ সমুদ্রে মাছের থেকে বেশি থাকবে প্লাস্টিক কণা। এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশনের এক গবেষণায়। তাই দেরিতে হলেও প্লাস্টিকের ক্ষতিকর দিক নিয়ে তৈরি হচ্ছে সচেতনতা। কোথাও প্লাস্টিকের ওপর আরোপিত হচ্ছে অতিরিক্ত কর। আর কোথাও বা গড়ে উঠছে রাবিশ ক্যাফের মতো ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে মিলছে সুস্বাদু খাবার। কেমন হয় যদি, দেশ-বিদেশের রেস্তোরাঁগুলো কেবলই বাণিজ্যিক না হয়ে একটু পরিবেশবাদীও হয়? যেমন এই রেস্তোরাঁটি। নাম, রাবিশ ক্যাফে। অর্থ নয়, বরং আবারও ব্যবহার উপযোগী প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে এখানে মিলবে ৩ ধরনের ‘রাবিশ বোল ডিশ’ নামের সুস্বাদু নিরামিষ প্ল্যাটার আর কফি। ঈদের সাজে লোটো ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তাই প্রতি বছরের মতো এবারও লোটো সেজেছে ঈদের সাজে। দেশজুড়ে ১৫০টিরও বেশি লোটো আউটলেট জুড়ে চলছে শপিংয়ের মহাআয়োজন। ঈদকে সামনে রেখে এবার লোটো’তে এসেছে দারুণ দারুণ সব লাইফস্টাইল প্রোডাক্ট যা ইতিমধ্যেই ক্রেতা-সাধারণকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। ঈদে লোটো ৫০০টিরও বেশি নতুন ডিজাইনের সমাহার ঘটিয়েছে এর আউটলেটগুলোতে। এর মধ্যে আছে লাইফস্টাইল সু, স্লিপার্স, লেদার সু, লেদার স্যান্ডেলস, পোলো শার্টস, টি-শার্টস, স্ট্রেচড্্ জিন্স ও গ্যাবার্ডিন, মোকাসিন সু, পার্সোনাল কেয়ার, ব্যাগপ্যাক, এ্যাক্সেসরিজসহ নানা ধরনের প্রোডাক্ট। -বিজ্ঞপ্তি
×