ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

প্রকাশিত: ০৪:০৮, ৩১ মে ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৬১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০৩ কোটি ৪ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে ৫৬৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত শেয়ার বিক্রির চাপে তা কমে যায়। এক পর্যায়ে সূচকের তীর নীচে নেমে যায়। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫১ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, আলিফ ম্যানুফাকচারিং, গোল্ডেন হার্ভেস্ট, ইন্ট্রাকো রিফুয়েলিং, নাহি এ্যালুমিনিয়াম, বার্জার পেইন্ট, মুন্নু সিরামিক, ইউনাইটেড পাওয়ার, কুইন সাউথ টেক্সটাইল ও বিএসআরএম লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আলিফ ম্যানুফাকচারিং, গোল্ডেন হার্ভেস্ট, আলহাজ টেক্সটাইল, আমরা নেটওয়ার্ক, আইসিবিএএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, সাফকো স্পিনিং, আলিফ, ইউনাইটেড পাওয়ার ও পপুলার লাইফ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ফনিক্স ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এ্যাডভেন্ট ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রিমিয়ার সিমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক ও সিনোবাংলা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৮২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, বেক্সিমকো, গ্রামীণফোন, ইন্ট্রাকো রিফুয়েলিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, এডভেন্ট ফার্মা, বিবিএস কেবল, নাহি এ্যালুমিনিয়াম ও গোল্ডেন হার্ভেস্ট।
×