ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানবিকতার অন্য মুখ

প্রকাশিত: ০৪:০৭, ৩১ মে ২০১৮

মানবিকতার অন্য মুখ

বর্তমানে উদ্বাস্তু সমস্যা এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে মানবিকতার মৃত্যু হচ্ছে প্রতিমুহূর্তে। তারপরও মানবিকতা পুরোপুরি নিঃশেষ হয়ে যায় না। এমনই এক নিদর্শন দেখাল ছোট্ট একটি মেয়ে। উদ্বাস্তুদের ছবি তোলার সময় শিশুটি সাংবাদিককে তার মতো ক্ষুধার্ত মনে করে নিজের খাবার থেকে একটুখানি এগিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়া শিশুটির ছবি ও তার উদারতা দেখে স্তব্ধ সবাই -ইন্ডিয়া টাইমস যাত্রী সহায়তায় রোবট দিল্লী আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে যাত্রীদের সহায়তায় থাকবে রোবট। জুলাই থেকে রাডা নামের রোবটটি লাউঞ্জে কাজ শুরু করবে। শুধু দাঁড়িয়ে থাকা নয় বরং নির্দিষ্ট করে দেয়া পথে লাউঞ্জের মধ্যে যাতায়াত করবে সে। গ্রাহক আসলে প্রথমে তার সঙ্গে হাত মেলানো বা অভ্যর্থনা, যাত্রীদের বোর্ডিং পাস স্ক্যান করা থেকে যাবতীয় প্রশ্নের উত্তর যেমন ফ্লাইট স্ট্যাটাস, আবহাওয়াসহ সবকিছু জানাবে -হিন্দু
×