ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ বৃষ্টি হলেই জলাবদ্ধতা

প্রকাশিত: ০৩:৫৪, ৩১ মে ২০১৮

সমাজ ভাবনা ॥ 	বিষয় ॥ বৃষ্টি হলেই জলাবদ্ধতা

আমি একজন ছাত্র। মা-বাবার সাথে আগ্রাবাদের শান্তিবাগে থাকি। এলাকার নাম শান্তিবাগ হলেও খুবই অশান্তিতে আছি। অশান্তির নাম জলাবদ্ধতা। লেখাপড়া করি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে। তাই প্রতিদিন গাড়ি করে স্কুলে যাওয়া-আসা করতে হয়। সু-দিনের দু’একমাস বাদ দিলে বাকী সারা বছর-ই জলাবদ্ধতার কারণে আগ্রাবাদ এক্সেস রোড চলাচলের অনুপযোগী হয়ে থাকে। সামান্য জোয়ারের পানিতেও এক্সেস রোড সহ আগ্রাবাদ, শান্তিবাগ, ছোটপুল, মূহুরীপাড়া, বেপারীপাড়া, রঙ্গীপাড়া, রমনা, সিডিএ, দাইয়াপাড়া প্রভৃতি এলাকা হাঁটু পানি থেকে কোমর পানিতে সয়লাব হয়ে যায়। এতে ঠিকমতো গাড়ি না চলায় প্রতিদিন স্কুলে যেতে পারি না। গাড়ি চললেও ভাড়া তিন থেকে চারগুণ হয়ে যায়। বৃষ্টি না হলেও অনেক সময় দেখা যায়, স্কুল থেকে আসার সময় জোয়ারের পানিতে ডুবে থাকা এক্সেস রোড দিয়ে গাড়ি না আসায় বিপদে পড়ে যাই। ফলে স্কুল ড্রেস ও জুতা নষ্ট করে আগ্রাবাদ বাদামতল থেকে শান্তিবাগ বাসা পর্যন্ত হাঁটু পরিমাণ কোথাও আবার কোমর পরিমাণ পানি ঠেলে আসতে হয়। আর বৃষ্টি হলে তো কথাই নেই। অত্র এলাকা ডুবে গিয়ে ‘টাউন-সাগরে’ পরিণত হয়। মাননীয় প্রধানমন্ত্রী নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার অধিক মেগাপ্রকল্প সিডিএ কে অনুমোদন দিয়েছেন। এ প্রকল্পের আওতায় সিডিএ বিভিন্ন প্রকল্পের কাজ করছে। নালা থেকে মাটি উত্তোলনের একটি প্রকল্পের আওতায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা হ্রাস পাবে বলে চসিক মেয়র আশা প্রকাশ করেন। কিন্তু আমরা কোন প্রকার আশার আলো দেখতে পাচ্ছি না। কেননা, জলাবদ্ধতা নিরসনে গত ছয়মাস ধরে কাজ চললেও এখনো পর্যন্ত সামান্য জোয়ারের পানিতে এলাকা ডুবে যায় এবং বৃষ্টির পানি মানুষের বাসা-বাড়িতে ঢুকে পড়ে। অর্থাৎ এখনো কাজের কোন অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। ২৪ নং আগ্রাবাদ ওয়ার্ডের দাইয়াপাড়ার ‘প্রজন্ম সংগঠন’ নামক একটা সংগঠন চসিক মেয়রকে পাঁচ দফা দাবী জানিয়ে একটা স্মারকলিপি দেন। এতে এ সংগঠন এক্সেস রোডের উচ্চতা সমন্বয় করে রাস্তার উভয় দিকের নালা আরো প্রশস্ত করে মূহুরীপাড়ার মোড় থেকে গুলবাগ আবাসিক এলাকার ফুলকলির মোড় পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবী জানান। ‘প্রজন্ম সংগঠন’ এর দাবীগুলো যেহেতু যুক্তিসংগত, তাই তাদের দাবী বাস্তবায়ন করে এক্সেস রোড সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতামুক্ত করতে সঠিক উদ্যেগ গ্রহণ করার জন্য চসিক মেয়র, সিডিএ সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করছি। নাসিরাবাদ সরকারী বিদ্যালয়, চট্টগ্রাম থেকে
×