ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত সফরে আফগানিস্তানের প্রধান অস্ত্র রশিদ

প্রকাশিত: ২০:৫৬, ৩০ মে ২০১৮

ভারত সফরে আফগানিস্তানের প্রধান অস্ত্র রশিদ

অনলাইন ডেস্ক ॥ চার স্পিনার নিয়ে ভারতের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুতে একমাত্র টেস্ট খেলতে আসছে আফগানিস্তান। রশিদ খানের সঙ্গে আর এক রিস্টস্পিনার (কব্জির সাহায্যে স্পিন করেন যিনি) চায়নাম্যান বোলার জাহির খানও আছেন। এ ছাড়া দুই ফিঙ্গারস্পিনার (আঙুলের সাহায্যে স্পিন করেন যিনি) মুজিব-উর-রহমান ও আমির হামজাকেও ১৪ জুন থেকে এই টেস্টে দেখা যেতে পারে। রশিদ ও মুজিব সদ্য আইপিএলে খেললেও জাহির খান পারেননি আঙুলে চোটের জন্য। বাঁ হাতি স্পিনারটি দেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি। টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়া ফেললেও রশিদ চারটির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি। মুজিবের তো প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকই হয়নি। মাত্র চার জনের ২০-র বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সব চেয়ে বেশি ব্যাটিং অলরাউন্ডার মোহাম্মদ নবির, ৩২টি। অধিনায়ক অসগর স্তানিকজাই খেলেছেন ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ। এই দু’জন ছাড়া ব্যাটিংয়ে ভরসা মোহাম্মদ শাহজাদও। দলের অভিজ্ঞ পেসার দওলত জার্দানকে এই টেস্টে পাচ্ছেন না রশিদরা। তাঁর হাঁটুতে চোট। আর এক নামী পেসার সাপুর জার্দানও সুযোগ পাননি। পেস বিভাগ সামলাবেন ইয়ামিন আহমদজাই ও সইদ আহমেদ সিরজাদ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×