ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নভোচারী এ্যালান বেন মারা গেছেন

প্রকাশিত: ০৯:০০, ৩০ মে ২০১৮

নভোচারী এ্যালান বেন মারা গেছেন

মার্কিন নৌবাহিনীর টেস্ট পাইলট স্কুলের সাবেক শিক্ষার্থী বেনকে ১৯৬৩ সালে শিক্ষানবিস হিসেবে বেছে নিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মোট দুবার মহাশূন্যে গিয়েছিলেন বেন, এর মধ্যে প্রথমবার ছিলেন ১৯৬৯ সালের নভেম্বরে চাঁদে পদার্পণ করা এ্যাপোলো-১২ মহাকাশ মিশনের লুনার মডিউল পাইলট। তার আগে চাঁদে যে তিন নভোচারী পা দিয়েছিলেন তাদের মধ্যে কেবল ৮৮ বছর বয়সী বাজ অলড্রিনই জীবিত আছেন। অ্যাপোলো ১১ মিশনের নভোচারী অলড্রিন ও নিল আর্মস্ট্রং ১৯৬৯ সালের জুলাইয়ে প্রথম চাঁদে পা রাখেন। বেনের আগে এ্যাপোলো ১২ মিশনের চার্লস কনরাডও পৃথিবীর একমাত্র এ উপগ্রহটিতে পা ফেলেছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৪ নভোচারী চাঁদের পথে উড়াল দিয়েছেন, যাদের মধ্যে ১২ জনেরেই পা পড়েছিল চন্দ্রপৃষ্ঠে। বেনের পরিবার জানিয়েছে, দুই সপ্তাহ আগে ইন্ডিয়ানায় অসুস্থ হয়ে পড়ার পর হিউস্টনের একটি হাসপাতাল ভর্তি করা হলে সেখানে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন তিনি। সূত্র : বিবিসি
×