ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রানা প্লাজার দায় মেটাল বাংলাদেশ, আইএলও’র ‘প্রশ্নবোধক’ তালিকা থেকে মুক্তি

প্রকাশিত: ০৮:২০, ৩০ মে ২০১৮

রানা প্লাজার দায় মেটাল বাংলাদেশ, আইএলও’র ‘প্রশ্নবোধক’ তালিকা থেকে মুক্তি

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০১৩ সালে বাংলাদেশের ইতিহাসে সংঘটিত সবচেয়ে মর্মান্তিক শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসে ১ হাজার ১৭৫ জনের বেশি শ্রমিক প্রাণ হারান। আহত হন কয়েক হাজার মানুষ। এরপর থেকে বাংলাদেশের শ্রম অধিকারের বিষয়টি সবসময় আন্তর্জাতিক মহলে আলোচিত হয়ে আসে তবে সরকার, মালিক ও শ্রমিকসহ সবার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ এটি প্রমাণ করতে পেরেছে, এখানকার শ্রম পরিবেশ পৃথিবীর অনেক দেশের চেয়ে উন্নত করা সম্ভব হয়েছে। খবর ওয়েবসাইটের। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম কানফারেন্সের বৈঠকে বাংলাদেশকে ‘প্রশ্নবোধক’ শ্রমাধিকার দেশগুলোর তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এই প্রশ্নবোধক ২৪টি দেশের মধ্যে অন্যতম হলো জাপান, ব্রাজিল, মালয়েশিয়া ও মিয়ানমার। এই দেশগুলোর কাছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আবার তাদের শ্রমাধিকার বিষয়ে তথ্য চাইবে। জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম শামীম আহসান বলেন, ‘আমরা আইএলও’কে সন্তুষ্ট করতে পেরেছি, কারণ এখানে শ্রমাধিকার উত্তরোত্তর উন্নত হয়েছে।’ আইএলও’র নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি প্রশ্নবোধক দেশগুলোর তালিকা তৈরি করে। বাংলাদেশের বিষয়টি ওই কমিটিতে আলোচিত হওয়ার পরে তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আরেকজন কর্মকর্তা বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনার পরে প্রতিবছর বাংলাদেশ এই প্রশ্নবোধক তালিকায় স্থান পায়, কিন্তু এবারে তারা সন্তুষ্ট হয়েছে।’ বাংলাদেশ ২০১৩ সালে এই তালিকায় স্থান পায়। ২০১৬ সালে বাংলাদেশের শ্রম অধিকারের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি ‘বিশেষ প্যারাগ্রাফ’ সংযোজন করা হলে বাংলাদেশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এর পরের বছর এই বিশেষ প্যারাগ্রাফটি বাদ দেয়া হয় এবং এ বছর বাংলাদেশকে এই তালিকা থেকে বাদ দেয়া হলো।
×