ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেলজিয়ামে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৩

প্রকাশিত: ০৭:৪৩, ৩০ মে ২০১৮

বেলজিয়ামে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় লিজ শহরে এক ব্যক্তি গুলি করে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে হত্যা করেছে। নিহত অপর ব্যক্তি ঘটনার সময় কাছেই একটি গাড়িতে ছিলেন। হামলাকারী একটি স্কুলের একজন নারী পরিচ্ছন্নতাকর্মীকে জিম্মি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। মঙ্গলবারের এ হামলায় আরও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। খবর বিবিসির। হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে স্থানীয় সংবাদমাধ্যমে ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে চিৎকার করে গুলি চালায় বলে খবর প্রকাশ পেয়েছে। ২০১৬ সালে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ৩২ জন নিহত হওয়ার পর থেকেই বেলজিয়ামে উচ্চ সতর্কতা জারি করা হয়। এছাড়া, বেলজিয়ামে বসবাসকারী জঙ্গীরাই ২০১৫ সালে প্যারিসে সন্ত্রাসী হামলা চালিয়েছিল। বেলজিয়ামের সন্ত্রাস-বিরোধী ক্রাইসিস সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী জান জামবোন।
×