ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ মে ২০১৮

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৯ মে ॥ পণ্যের স্বল্পতা, দীর্র্ঘ সময় ধরে লাইনে দাঁড় করানোর পর গরিব লোকদের ‘পণ্য নাই’ বলে ক্রেতাদের বিদায় করে দেয়ার অভিযোগ ও অনিয়মের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে চলছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি । এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকার টিসিবির মাধ্যমে রমজানের আগে থেকেই ন্যায্যমূল্যে চিনি, ছোলা, মসুর ডাল, সয়াবিন তেল ও খেজুর বিক্রি শুরু করেছে। কিন্তু চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ কম থাকায় সাধারণ ক্রেতা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় পণ্য সরবরাহ পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ক্রেতাগণ ছোলার জন্য লাইনে দাঁড়ালেও অধিকাংশ সময় তা পায় না, আবার মাঝে মাঝে পেলেও তার সঙ্গে মসুর ডালসহ অন্যান্য পণ্য না নিলে তা দেয়া হয় না। এছাড়া মসুর ডাল নিতে চাইলে ক্রেতার কাছে ছোলা বিক্রি করা হচ্ছে না। ‘খুচরা বিক্রি নাই’ এমন অজুহাতে টিসিবির ডিলার ও দালালরা সাধারণ ক্রেতাদের তাচ্ছিল্য করে তাড়িয়ে দিচ্ছে বলে অসংখ্য মানুষের অভিযোগ রয়েছে। এ বিষয়ে টিসিবির ডিলার স্বর্ণ-সমুদ্র ট্রেডার্স এর স্বত্বাধিকারী সুব্রত সরকার জানান, সকল অভিযোগ সঠিক নয় এবং অতিরিক্ত ভিড় হলে প্যাকেজ ছাড়া পণ্য বিক্রির সুযোগ কম পাওয়া যায়।
×