ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে রুবেল হত্যা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৪১, ৩০ মে ২০১৮

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৯ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজ শিক্ষার্থী হোসেন আহাম্মেদ রুবেল হত্যাকা-ের ঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছকে প্রধান আসামি করে ১৪ জনকে নামীয় ও অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গত সোমবার মধ্যরাতে নিহত হোসেন আহাম্মেদ রুবেলের ভাই মোমেন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়েছে। তবে, চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছের দাবি, আওয়ামী রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে তার প্রতিপক্ষ তাকেসহ কয়েক জনকে এ হত্যা মামলায় জড়িয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলো, মঙ্গলখালীর সুরুজ মিয়া, মুড়াপাড়া নগরের নয়ন মিয়া, মঙ্গলখালীর নুরা, কাজল, মাসুদা, আকাশ, সিনেমার পাশের বেয়াদব সুমন, মঙ্গলখালীর শিপলু, সফিউল, হোসেন, সরকারপাড়ার সুমন, বানিয়াদির খোকন, মাছিমপুরের ফরিদ। উল্লেখ্য, রবিবার রাত ৯টার দিকে ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ আইপিএল জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী সুরুজ, নয়ন, কাজলসহ কয়েক জন মিলে হোসেন আহাম্মেদ রোবেলকে ছুরিকাঘাত করে হত্যা করে। যশোর কারাগারে ভারতের নাগরিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর কেন্দ্রীয় কারাগারে আটক জগলু সিং (৫২) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জগলু সিং মারা যান। তিনি ভারতীয় নাগরিক। হিন্দিতে কথা বলতেন। নিজের নাম, গ্রাম আর দেশ ছাড়া কোন তথ্য তিনি দিতে পারেননি। যে কারণে তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে সাজা ভোগের পর মুক্তি হলেও তিনি নিজের দেশে ফিরতে পারেননি।’ তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় জগলু সিংয়ের মরদেহ হিমাগারে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেন জানান তিনি। কারাগার সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০১৪ সালের ৯ জুন বান্দরবানের ন্যাইক্ষংছড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
×