ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফেনীতে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত তিন

প্রকাশিত: ০৬:৪০, ৩০ মে ২০১৮

ফেনীতে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত তিন

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৯ মে ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়া নামক স্থানে এলপি গ্যাস পরিবহনের ট্রাকের সঙ্গে পিকআপ ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা সকলে পিকআপের যাত্রী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রাকিব উদ্দিন (৩২)। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জনান, পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪০ বছর বয়সের অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত ও ছয়জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের পাংশা এলাকার ইউনিট ফিলিং স্টেশনের সামনে। এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) এ আর মুকুল জানান, একটি পত্রিকাবাহী পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ে ৪০ বছরের এক ব্যক্তি নিহত এবং আহত হন ইয়াসিন (৩০), তুহিন (৩০), মিঠু (২৫), অজ্ঞাত (৩০), অজ্ঞাত (৩৫), আবু রায়হান (৩০) নামের আরও ছয়জন। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, এবার গাজীপুরে প্রতিযোগিতা করে যাওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে এক হেলপার নিহত হয়েছে। নিহতের নাম- রামচরণ সরকার (২৮)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকার সন্তোষ সরকারের ছেলে। গাজীপুরের কোনাবাড়ির সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, সোমবার রাতে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করে চন্দ্রা হতে ঢাকার দিকে যাচ্ছিল। প্রতিযোগিতার একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় একটি অপরটিকে ওভারটেক করার সময় বাস দুটির মাঝে চাপা পড়ে এক বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার রামচরণ সরকার। এ সময় দুবাসের চাপা খেয়ে বাস থেকে নিচে পড়ে যায় এবং এক বাসের চাকায় পিষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই নিহত হয় রামচরণ। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেনাপোল স্টাফ রিপোর্টার বেনাপোল থেকে জানান, শার্শায় যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শার্শা উপজেলার কুমড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদ ও একই গ্রামের নুরুল সর্দারের ছেলে জিয়ারুল। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয়রা জানান, বেনাপোলের আমবাগান থেকে আম সংগ্রহের উদ্দেশে মঙ্গলবার সকালে শার্শার কুমড়া এলাকার ১৪ জন শ্রমিক একটি নসিমনযোগে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। নসিমনটি শ্যামলাগাছী নামক স্থানে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনের সব যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাভারন হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। হাসপাতালে নেয়ার পর জাহিদকে মৃত বলে ঘোষণা করেন নাভারন হাসপাতালের ডাঃ হুমায়রা আশরাফি তন্নি। গুরুতর আহত জিয়ারুলকে যশোরে রেফার্ড করলে যশোরে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত ১২ জনকে যশোর ও শার্শার হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
×