ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৬:৩৯, ৩০ মে ২০১৮

বাল্যবিয়ে থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৯ মে ॥ পটুয়াখালীর কলাপাড়ার ইউএনও মোঃ তানভীর রহমানের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেল দশম শ্রেণীর এক শিক্ষার্থী। তার বাড়ি চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে। সোমবার সন্ধ্যায় এ বিয়ের সব প্রস্তুতি চলছিল। এ খবর পৌঁছলে ইউএনও ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার ও চৌকিদারের সহায়তায় বাল্যবিয়ে বন্ধ করে দেন। মাদকসহ বউ-শাশুড়ি ও ছেলে গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৯ মে ॥ পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে সোমবার রাতে হেরোইন ও নেশাজাতীয় ইনেজকশনসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে। তারা হলো জেলা শহরের পূর্ব চকপাড়া এলাকার দুলন মিয়ার স্ত্রী রীনা খান, তার ছেলে অনিক খান এবং রীনা খানের পুত্রবধূ শারমিন আক্তার। এ সময় তাদের কাছ থেকে ২শ’ ২০ গ্রাম হেরোইন এবং ২শ’ ৯২ পিস নেশার ইনজেকশন উদ্ধার করা হয়। এর আগে সপ্তাহখানেক আগে শারমিন আক্তারের স্বামী সানি খানও মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়।
×