ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চৌহালীতে দুই সপ্তাহে দেড় শতাধিক বাড়ি বিলীন

প্রকাশিত: ০৬:৩৮, ৩০ মে ২০১৮

চৌহালীতে দুই সপ্তাহে দেড় শতাধিক বাড়ি বিলীন

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৯ মে ॥ পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাঁধ পেরিয়ে চৌহালি উপজেলার উত্তরপাশে কয়েক গ্রামজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। গত দুই সপ্তাহের ব্যবধানে ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিলীন হয়েছে দেড় শতাধিক ঘরবাড়ি। বিলীনের মুখে আরও হাজারও ঘরবাড়ি, সহস্রাধিক একর আবাদী জমিসহ অন্যান্য স্থাপনা। তাই এখানে মানুষ হতাশায় নির্ঘুম রাত কাটাচ্ছে। গত ১০ বছরে যমুনার পূর্বপাড় বোয়ালকান্দি থেকে দক্ষিণে পাথরাইল পর্যন্ত উপজেলা সদরের খাসকাউলিয়া হয়ে প্রায় ২০ কিলোমিটার জুড়ে পুরো চৌহালী উপজেলা পরিষদ, হাসপাতাল, হাট-বাজার, ৮ সহ¯্রাধিক ঘরবাড়িসহ এ উপজেলার প্রায় ৪০ শতাংশ এলাকা নদীতে বিলীন হওয়ায় প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়। এ ভাঙ্গন চৌহালীর ঘোরজান ইউনিয়নের পূর্ব অংশ গ্রাস করে টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলার কয়েকটি গ্রাম একের পর এক নিশ্চিহ্ন করে দেয়। অর্ধ লক্ষাধিক মানুষ হয়ে পড়ে বিপর্যস্ত। এর মধ্যে প্রায় ৬০ ভাগ মানুষ নদীর পূর্ব পাড়ে ঘোরজান, উমারপুর, বাঘুটিয়া ইউনিয়নের জেগে ওঠা চরগুলোতে আশ্রয় নিয়েছে। জমি-জমা হারিয়ে এদের কষ্টের শেষ নেই। আর ৪০ ভাগের মধ্যে তীরবর্তী এলাকাসহ আশপাশে ২০ ভাগ। আর ২০ ভাগ মানুষ ছন্নছাড়া। এছাড়া সদর খাসকাউলিয়াসহ আশপাশের এলাকায় ভাঙ্গন কবলিত ছিল প্রায় আরও ১০/১২ হাজার মানুষ।
×