ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চারঘাটের মাদকরাজ্যে ২০ ডন, গ্রেফতার হয়নি কেউ

প্রকাশিত: ০৬:৩৭, ৩০ মে ২০১৮

চারঘাটের মাদকরাজ্যে ২০ ডন, গ্রেফতার হয়নি কেউ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে লাপাত্তা রয়েছে রাজশাহীর চারঘাটের ব্যবসায়ীরা। উপজেলার শতাধিক মাদক ব্যবসায়ীর মধ্যে শীর্ষ মাদক ব্যবসায়ী গডফাদার হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা এরইমধ্যে ২০ জনকে চিহ্নিত করেছে। তবে এদের সবাই আত্মগোপনে রয়েছে। অনেকে দেশের বাইরে আশ্রয় নিয়েছে। এ উপজেলায় শীর্ষ মাদক ব্যবসায়ীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযান সফল করতে ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে চারঘাটে শতাধিক মাদক ব্যবসায়ীর নাম উঠে এসেছে। এদের মধ্যে তিনজন ইউপি সদস্য। তবে গডফাদার হিসেবে রয়েছে ২০ জনের নাম। যারা মূলত বিভিন্ন ধরনের লোকজন দিয়ে মাদক কেনাবেচা করে থাকে। এইসব গডফাদারদের তালিকা অনুযায়ী রয়েছেন রাওথা এলাকার আফজাল হোসেন, দুলাল, ওয়াসিম, জয়নুল হক, মানিক, রাকিব, ফজলু, আনারুল মোত্তারপুর এলাকার কাইলা মাসুদ, রবি, গবরা, আন্দারীপাড়ার কাবুল, লালন, ঝিকরা এলাকার ওয়াকিল হোসেন, শিয়াল মাসুদ, গৌড়শহরপুর এলাকার মনিরুল ইসলাম, পিচ্চি মানিক, রনি, ইউসুফ ও জামিল। এরা এখন সকলেই রয়েছে আত্মগোপনে। তবে স্থানীয় প্রশাসন চালিয়ে যাচ্ছে তাদের বাড়ি তল্লাসি। স্থানীয় প্রশাসনের দাবি এসব গডফাদারদের নামে রয়েছে মাদকের একাধিক মামলা। চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী গডফাদারদের খোঁজে সমান তালে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে অনেকেই এখন রয়েছেন আত্মগোপনে। ফলে তাদের আটক করা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া অনেকেই ভারতে পালিয়ে যেতে পারে বলে ধারণা করেন তিনি।
×