ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় গার্মেন্টস কর্মী ধর্ষণের অভিযোগে দুই কর্মকর্তা রিমান্ডে

প্রকাশিত: ০৬:২২, ৩০ মে ২০১৮

আশুলিয়ায় গার্মেন্টস কর্মী ধর্ষণের অভিযোগে দুই কর্মকর্তা রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পোশাক কারখানার দুই কর্মকর্তার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম আফসানা আবেদীন রিমান্ডের আদেশ দেন। আসামিরা হচ্ছে আশুলিয়ার কাঠগড়া একটি পোশাক কারখানার ফিনিশিং ইনচার্জ সোহানুর রহমান ওরফে শাহিন (৩২) এবং ফ্লোর ইনচার্জ রুবেল হোসেন (২৯)। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল হক ডাবলু মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি রুবেল হোসেনের পক্ষে তার আইনজীবী আব্দুল খালেক রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে রুবেল হোসেনকে মামলায় জড়ানো হয়েছে। চাকরি থেকে তাড়িয়ে দিতে এ ঘটনা সাজানো হয়েছে।
×