ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুর সিটি নির্বাচন পর্যন্ত দেখতে চায় বিএনপি

প্রকাশিত: ০৬:২১, ৩০ মে ২০১৮

গাজীপুর সিটি নির্বাচন পর্যন্ত দেখতে চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনের প্রতি আস্থার প্রশ্নে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চায় বিএনপি। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাত শেষে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের একথা বলেন। এর আগে বিকেলে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত করেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সাক্ষাত শেষে গয়েশ্বর রায় সাংবাদিকদের বলেন, কমিশন একটাই। আস্থা রাখলেও আসতে হয়, না রাখলেও আসতে হয়। তবে আমরা আরেকটি পরীক্ষার জন্য গাজীপুর পর্যন্ত অপেক্ষা করছি। তারপর সিদ্ধান্ত নেয়া হবে। ১৪ জুনের মধ্যে বোনাস ও ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১৪ জুনের মধ্যে তৈরি পোশাকসহ সব ধরনের শ্রমিকদের মে মাসের বেতন ও রোজার ঈদের ভাতা (বোনাস) পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। সচিবালয়ে মঙ্গলবার গার্মেন্টসের ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ১০ জুনের মধ্যে মে মাসের বেতন পরিশোধ করতে হবে। ঈদের আগে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি দেয়া হবে। আর ছুটির আগে বা ১৪ জুনের মধ্যে অবশ্যই উৎসব ভাতা পরিশোধ করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ বা ১৭ জুন রোজার ঈদ হবে। শ্রম প্রতিমন্ত্রী বলেন, ঈদটা যেন শ্রমিকরা আনন্দঘন পরিবেশে করতে পারে সেজন্য আমরা বিভিন্ন শিল্প সেক্টরের মালিক সমিতির সদস্যদের বলেছি মে মাসের বেতনটা যাতে ঠিকভাবে দিয়ে দেন, কোন ল্যাকিংস না থাকে।
×