ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৬:২১, ৩০ মে ২০১৮

রাজধানীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো রাজধানীতেও মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ছাড়া ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত বারোটার দিকে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশের একটি দল আসিয়ান সিটি পার্ক এলাকায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে অভিযান চালায়। অভিযানকালে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি হয়। গোলাগুলিতে দক্ষিণখান থানার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সুমন মিয়া ওরফে খুকু সুমন নিহত হয়। ঘটনাস্থল থেকে ১টি শূটার গান, ২ রাউন্ড গুলি, ৪টি ককটেল ও পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। নিহত সুমন মিয়ার বিরুদ্ধে দক্ষিণখান থানায় ৫টি মাদক মামলা আছে। গোলাগুলির সময় দক্ষিণখান থানার এএসআই আলামিন ও কনস্টেবল শওকত আহত হন। তাদের টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ দিকে সোমবার র‌্যাব-২ এর উদ্যোগে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম রাজধানীর হাজারীবাগ থানাধীন ঝাউচর মীর শওকত আলী রোডে মাদকসহ হাতেনাতে ধরা পড়া ৫ মাদক ব্যবসায়ীকে এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া লিচুবাগান এলাকার তিতাস মোড়ে মাদকসহ হাতেনাতে ধরা পড়া দুই জনকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমাতে হবে ॥ মতিয়া বিশেষ প্রতিনিধি ॥ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কৃষি হচ্ছে খাদ্যশক্তি, প্রাণশক্তি, শ্রমশক্তি ও বুদ্ধিবৃত্তিক শক্তির মূল উৎস যা অদ্বিতীয় ও আন্তঃসংযুক্ত। নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে হলে কৃষিতে কীটপতঙ্গ ব্যবস্থাপনায় বিষাক্ত রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরশীলতা কমিয়ে জৈব কীটনাশকের দিকে অধিক গুরুত্ব দিতে হবে। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ‘রিজিওন্যাল ট্রেনিং প্রোগ্রাম অন ইন্টিগ্রেটেড পোস্ট ম্যানেজমেন্ট ইন সার্ক মেম্বার্স স্টেটস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
×