ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে তিন বছর পর মামুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৬:০১, ৩০ মে ২০১৮

অবশেষে তিন বছর পর মামুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে তিন বছর পর চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার প্রধান আসামি লিপটন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে গ্রেফতার হয়েছে। গত সোমবার রাতে লিপটনকে (৩১) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুঁড়ি এলাকা থেকে পিবিআই ঢাকা মেট্রোর একটি বিশেষ দল গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিআইয়ের ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জনকণ্ঠকে জানান, লিপটনের পিতার নাম মতিউর রহমান মতিন। বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানাধীন আলগীরবাজার এলাকার পূর্বচর কৃষ্ণপুর গ্রামে। হত্যাকা-ের পর সে নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকার ১৫১ নম্বর কাজী আব্দুল মতিনের বাড়িতে ভাড়ায় আত্মগোপন করে বসবাস করছিল। লিপটন পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী। নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দিলে লিপটন নৃশংসভাবে কুপিয়ে দোকান কর্মচারী মামুনকে হত্যা করে। পিবিআইয়ের ঢাকা মেট্রোর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ জানান, ২০১৫ সালের ৮ জুন রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর বাগিচা আদর্শ সড়ক গলির মুখে অজ্ঞাত কয়েকজন মুখোশধারী ছিনতাইকারী মামুন (২০) নামে একজনের পথরোধ করে। তারা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা মামুনকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে। মৃত ভেবে মামুনকে ফেলে তার সঙ্গে থাকা মোবাইল ফোন টাকা নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে জনতা রক্তাক্ত জখম ও অজ্ঞান অবস্থায় মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন সকাল আটটার দিকে হাসপাতালে মামুনের মৃত্যু হয়। তার পিতার নাম আব্দুর রাজ্জাক। মামুন কদমতলী থানাধীন মিনাবাগে মাহমুদ আওলাদ নামে এক ব্যক্তির ১৪৮৮ নম্বর ইলেক্ট্রনিক্সের দোকানের কর্মচারী ছিল। প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পথে ঘটনাটি ঘটে।
×