ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধূমপান ছেড়েছেন ১০ লাখ

প্রকাশিত: ০৩:৩১, ৩০ মে ২০১৮

ধূমপান ছেড়েছেন ১০ লাখ

ধূমপানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে সফলতার মুখ দেখতে শুরু করেছে ফ্রান্স। গত এক বছরে ১০ লাখ ধূমপায়ী এই বদভ্যাস ছেড়েছেন। সাড়ে ৬ কোটি মানুষের দেশটিতে ধূমপান কমার এমন প্রবণতা গত এক দশকে দেখা যায়নি বলে জানিয়েছে জরিপ পরিচালনাকারী কর্তৃপক্ষ পাবলিক হেলথ ফ্রান্স। বিশ্বের প্রতি ১০টি মৃত্যুর একটি ধূমপানের কারণে ঘটে বলে এর আগে এক গবেষণায় উঠে এসেছিল। ২০১৫ সালে চালানো ওই গবেষণায় বলা হয়েছিল, বিশ্বের ১০০ কোটি মানুষ রয়েছেন, যারা প্রতিদিনই ধূমপান করেন।-বিবিসি নাগরিকত্ব পাচ্ছেন ‘স্পাইডারম্যান’ মালি থেকে আসা এক অভিবাসীর বীরত্বের পর ফ্রান্সের সরকার তাকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে। প্যারিসের এক ফ্ল্যাটবাড়ির পাঁচতলার বারান্দায় ঝুলে থাকা এক শিশুকে রক্ষার করার জন্য সারাদেশ জুড়ে মামদু গাসামার ভূয়সী প্রশংসা করা হয়। শনিবার রাতে উত্তর প্যারিসে এই ঘটনা ঘটে। চার বছর বয়সের ওই শিশুকে রক্ষা করার নাটকীয় ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তাকে এলিসি প্রাসাদে আমন্ত্রণ জানান। পাশাপাশি ফরাসি দমকল বাহিনীতে তাকে চাকরি দেয়া হবে বলে বলা হয়।-বিবিসি
×