ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ জন নিহত

প্রকাশিত: ০৩:৩০, ৩০ মে ২০১৮

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর রাত্রিকালীন এক অভিযানে অন্তত নয় বেসামরিক নিহত হয়েছেন। সোমবার রাতের ওই অভিযানে নিহতদের মধ্যে আফগানিস্তান সিনেটের স্পীকার ফজল হাদি মুসলিমাইয়ারের আত্মীয়রাও রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রাদেশিক গবর্নরের দফতর।-ওয়েবসাইট। নানগারহারের চাপাহার জেলায় চালানো এই অভিযানে আরও আটজন আহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী জালালাবাদের নিকটবর্তী এই জেলাটির স্থানীয় কিছু বাসিন্দা অভিযানে ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। জঙ্গীগোষ্ঠী তালেবান বসন্তকালীন অভিযান শুরু করার ঘোষণা দেয়ার পর থেকে প্রায় পুরো আফগানিস্তানজুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দেশটির উত্তরালীয় প্রদেশ বাদাখশান, বাগলান ও ফারিয়াব, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহ এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। এর মধ্যে ফারাহর রাজধানী শহরটি পতনের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল।
×