ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-উন বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুন

প্রকাশিত: ০৩:২৯, ৩০ মে ২০১৮

ট্রাম্প-উন বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের শীর্ষ বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে কিমের বিরল এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে বৈঠকের পস্তুতি নিয়ে উভয়পক্ষের কর্মকর্তারা আলোচনায় বসবেন।- বিবিসি। আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি দল উত্তর কোরিয়ায় পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউসের কর্মকর্তারা বলছেন, দু দেশের কর্মকর্তাদের আলোচনার ওপরই মুনের সিঙ্গাপুর বৈঠকে অংশ নেয়া নির্ভর করছে। ইয়ুনহাপ বার্তা সংস্থাকে এক কর্মকর্তা বলেন, ‘তাদের আলোচনার ফল কী হয় আমরা এখনও তা দেখার অপেক্ষায় আছি। আলোচনার ফলের ওপর নির্ভর করে প্রেসিডেন্ট মুন সিঙ্গাপুরের সম্মেলনে যোগ দিতে পারেন।’ ট্রাম্প সপ্তাহখানেক আগেও কূটনৈতিক টানাপড়েনের মধ্যে গত বৃহস্পতিবার সিঙ্গাপুর বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছিলেন। আর এর আগে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত চাপ দিচ্ছে অভিযোগ তুলে কিমও সম্মেলন বাতিলের হুমকি দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ঘোষণার পর উত্তর কোরিয়া সংহতির সুরে বলেছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যে কোন সময়’ কথা বলতে প্রস্তুত।
×