ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় নির্বাচন সুষ্ঠু হয়নি ॥ ইইউ

প্রকাশিত: ০৩:২৯, ৩০ মে ২০১৮

ভেনিজুয়েলায় নির্বাচন সুষ্ঠু হয়নি ॥ ইইউ

ভেনিজুয়েলায় সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনটি জাতীয় ঐক্য, রাজনৈতিক বহুত্ববাদ, গণতন্ত্র, স্বচ্ছতা ও আইনের শাসন ছাড়া হয়েছে উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, বিতর্কিত প্রেসিডেন্ট ও আঞ্চলিক নির্বাচনের বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে। খবর এএ ও এএফপির। ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডারিকা মোগোরিনি এক বিবৃতিতে দেশের সংবিধানের প্রতি সম্মান রেখে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য ভেনিজুয়েলার প্রতি আহ্বান জানান। মোগোরিনি বলেন, এই নির্বাচনে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে ভোট দিতে উপস্থিত হয়েছিলেন। তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ও আঞ্চলিক নির্বাচন পুরোপুরি জাতীয় ঐক্য ও ন্যূনতম আন্তর্জাতিক মানদ-ে গ্রহণযোগ্য না হয়ে এবং রাজনৈতিক বহুত্ববাদ, গণতন্ত্র ও স্বচ্ছতা ও আইনের শাসন ছাড়াই অনুষ্ঠিত হয়েছে।’ মোগোরিনি বলেন, ‘নির্বাচনে রাজনৈতিক বিরোধী দলগুলোকে ও তাদের নেতাদের অংশগ্রহণে বাধা দেয়া হয়। এছাড়া নির্বাচনের দিন বেশ কিছু ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটে।’ তিনি বলেন, ইইউ ও এর সদস্যরা এ বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছেন। ইইউর এ কূটনীতিক বলেন, ইতোমধ্যে ভেনিজুয়েলা সরকারকে সে দেশে আটক সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে আহ্বান করা হয়েছে। মুগারিনি জানান, দেশটিতে চলমান রাজনৈতিক সঙ্কট দূর করতে ও অধিকাংশ মানুষের মানবিক প্রয়োজন পূরণ করতে ‘জরুরীভাবে’ ভেনিজুয়েলায় একটি রাজনৈতিক সমাধান দরকার। তিনি বলেন, ‘ইইউ বারবার গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং সত্যিকার আলোচনার মাধ্যমে সমাধানের গুরুত্বের কথা বলে আসছে।’ সদ্য সমাপ্ত ভেনিজুয়েলার নির্বাচনটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে সমালোচিত হয়। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও এরদোগান ছাড়া খুব কম বিশ্ব নেতাই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের তীব্র নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং তা আন্তর্জাতিক মান অক্ষুণœ রাখতে ব্যর্থ হয়েছে। এদিকে বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোর পুনরায় ক্ষমতা গ্রহণের প্রতিবাদে কারাকাস থেকে ১৪টি দেশ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। এসব দেশের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল ও কানাডাও রয়েছে। এ ছাড়া বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচনকে এক তরফা উল্লেখ করে দেশটির ওপর নতুন করে আবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে মাদুরো সরকারের দমন-পীড়ন বন্ধে দেশটিতে নতুন করে নির্বাচন দেয়ার কথা বলেন ট্রাম্প।
×