ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিউজার্সির সমুদ্রসৈকতে তরুণীকে পুলিশের ঘুসি ॥ তদন্ত শুরু

প্রকাশিত: ০৩:২৯, ৩০ মে ২০১৮

নিউজার্সির সমুদ্রসৈকতে তরুণীকে পুলিশের ঘুসি ॥ তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের সমুদ্রসৈকত থেকে এক তরুণীকে গ্রেফতারের সময় তার মাথায় পুলিশ সদস্যের ঘুসির ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ দফতর। ওয়াইল্ডউড পুলিশের তিন সদস্য ২০ বছর বয়সী এমিলি ওয়েইনমেনকে গ্রেফতারের সময় ওই কা- ঘটে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। ওয়েইনমেনের বিরুদ্ধে পরে সমুদ্রসৈকতে অবৈধভাবে এ্যালকোহল রাখা ও গ্রেফতারে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। -খবর বিবিসি। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে প্রশাসনিক দায়িত্বে বদলি করা হয়েছে বলে ওয়াইল্ডউড পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন সশস্ত্র বাহিনীর নিহত সদস্যদের স্মরণে উদ্যাপিত মেমোরিয়াল ডে’র ছুটির আগে নিউ জার্সির সমুদ্রসৈকতে সুইমস্যুট ও শর্টস পরিহিত ওয়েইনমেনের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তির ঘটনাটি ঘটে। ওয়েইনমেনকে গ্রেফতারের সময় এক পুলিশ সদস্য তাকে ওপর থেকে জাপটে ধরেন; ফিলাডেলফিয়া থেকে আসা ওয়েইনমেন অন্য পুলিশ কর্মকর্তাকে লাথি মেরে সরিয়ে দিতে চাইলেও ওই কর্মকর্তা পরে তার পা আটকে ফেলেন। এরই এক পর্যায়ে পুলিশের এক কর্মকর্তা তরুণীটির মাথায় ঘুসি মারেন। পরে ওয়েইনমেনকে পেছনমোড়া করে হাতকড়া পরানো হয়। ধস্তাধস্তির সময় পুলিশের কাজে বাধা না দিতে প্রত্যক্ষদর্শীরা যে ওয়েইনমেনকে অনুরোধ করেছিল ভিডিওতে তাও শোনা গেছে। নিউজার্সির উইলিয়ামস টাউনের বাসিন্দা এ্যালেক্সিস হিউয়িট সমুদ্রসৈকতে পুলিশের গ্রেফতারকা-ের ভিডিওটি করেন। হিউয়িট বলেন, বন্ধুদের সঙ্গে থাকার সময় হঠাৎ করেই তিনি উত্তেজনাকর পরিস্থিতিটি খেয়াল করেন। ‘যখন তিনি (ওয়েইনমেন) পড়ে গেলেন, তখনই সবার চিৎকারে আমি উঠে দাঁড়াই এবং বিষয়টি আমারও চোখে পড়ে। তার নিচে পড়ে থাকা অবস্থাতেই আমার ক্যামেরাটি চালু করি,’ এবিসি নিউজকে এমনটাই বলেন ১৯ বছর বয়সী হিউয়িট। ওয়াইল্ডউড পুলিশ ওয়েইনমেনের বিরুদ্ধে সমুদ্রসৈকতে এ্যালকোহল রাখার পর অগোছালো আচরণ, পুলিশের কাজে বাধা ও এক কর্মকর্তার দিকে ‘শরীর নিঃসৃত তরল ছুড়ে দেয়ার’ অভিযোগ এনেছে।
×