ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় ছয় মাংসের দোকানিকে জরিমানা

প্রকাশিত: ২১:৪৬, ২৯ মে ২০১৮

পটিয়ায় ছয় মাংসের দোকানিকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ দোকানে মূল্য তালিকা না টাঙানো ও ওজনে কম দেওয়ার জন্য বাটখারা সিল ব্যবহারের অপরাধে চট্টগ্রামের পটিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গরুর মাংস ও মুরগী বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন রায় এই জরিমানা করেন। ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারা মতে ৬ দোকানি ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। তার মধ্যে সোনা মিয়া সওদাগরকে ২ হাজার টাকা, হাজী আবদুল আহাদকে ২ হাজার টাকা, আবুল বশরকে ২ হাজার টাকা, মো. সেলিমকে ২ হাজার টাকা, মো. সোহেলকে ১ হাজার টাকা, মো. সাগরকে ২ হাজার ও মো. ইসমাইলকে টাকা জরিমানা করা হয়। পরে মুন্সেফ বাজারের সবজি বাজার পর্যবেক্ষন করেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মিল্টন রায় বলেন, পৌর সদরের বাজারগুলোতে মূল্য তালিকা না টাঙানো ও ওজনে কম দেওয়ার জন্য বাটখারা সিল দিয়ে মাংস পরিমাপ করার ফলে ক্রেতারা প্রায়সময় ঠকছে। ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারা মতে জরিমানা করা হয়েছে।
×