ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চোখ ব্যথা

প্রকাশিত: ০৭:৪৫, ২৯ মে ২০১৮

চোখ ব্যথা

চোখ ব্যথা বলতে কি বুঝায়? চোখ ব্যথার কথা যদি বলতে হয় তবে প্রথমেই আমাদের চোখ বা চোখের আশেপাশে কোন ব্যথা হলে প্রাথমিক পর্যায় চোখ ব্যথাকে মাথা ব্যথা থেকে পার্থক্য করতে হবে। চোখ ব্যথা হলেই কি চোখের অসুখঃ শুধু যে চোখ ব্যথা হলেই চোখের অসুখ তা নয়,চোখ ব্যথা চোখের রোগ থেকেও হতে পারে অথবা শারীরিক রোগ থেকেও হতে পারে। চোখ ব্যথা কি কি কারণ?এসব কারণের চিকিৎসা কি?ঃ প্রাথমিক অনেক রোগের কারনেই চোখ ব্যথা হতে পারে।যেমন চোখ উঠা,চোখের মনির কোন রোগ,আঘাত জনিত কোন রোগ,চোখের ভিতরের রোগ ইত্যাদি।শরীরের রোগে মধ্যে মাইগ্রেন,উচ্চ রক্তচাপ,ডায়বেটিস এ শেষ পর্যায়ে নিয়ন্ত্রন না করলে চিকিৎসা নির্ভর করে রোগের উপরে।ইনফেকশন এর জন্য এন্টিবায়োটিক,গ্লুকোমার জন্য অহঃৎুষধুপড়হ ঔষধ ইত্যাদি তবে চোখের ডাক্তার না দেখিয়ে চিকিৎসা নেওয়া উচিত নয়।শারীরিক রোগের ক্ষেত্রে রোগের চিকিৎসা এবং চোখের ব্যথার কারনে চিকিৎসা করতে হবে। চিকিৎসাঃ চোখ ব্যথার পাশাপাশি যদি হঠাৎ দৃষ্টিশক্তি কমে যায়,চোখে অসহনীয় ব্যথা হয়,কান,মাথা ঘুরানো এরকম কোন অসুবিধা হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।তবে কোন রোগ ছাড়াও ব্যথা হতে পারে।সেক্ষেত্রে যদি চশমার প্রয়োজন হয়।সেক্ষেত্রে চোখ পরীক্ষ করে প্রয়োজন মত চশমা ব্যবহার করা উচিত।কোন মানসিক চাপ থাকলে তা নিয়ন্ত্রন বা চিকিৎসা করতে হবে। কখন চোখ পরীক্ষা করতে হবেঃ বাচ্চাদের ক্ষেত্রে ৬ বছর বয়সের পূর্বে কোন সমস্যা থাক বা না থাক অবশ্যই একবার চক্ষু পরীক্ষা করতে হবে।এছাড়া যাদের কখনও চোখের সমস্যা হয় নাই কিন্তু বয়স ৩৫ এর নীচে তাদের ডায়বেটিক বা হাইপারটেনশন অথবা কোন ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করছেন তাদের অবশ্যই নিয়মিত চক্ষু পরীক্ষা করতে হবে বয়স যদিও কম বা বেশি হোক না কেন।আবার যাদের বয়স ৪০ উর্ধ্ব তাদের চোখের অভ্যন্তরীন চাপ(ইন্ট্রা অকুলার প্রেসার)এদের পাওয়ার পরীক্ষা করতে হবে এবং এসব ক্ষেত্রে সমস্যা না হলে কমপক্ষে ২ বছর পরপর চক্ষু পরীক্ষা করাতে হবে।কিন্তু যাদের অন্য কোন অসুখ যেমন ডায়বেটিক হাইপারটেনশন ইত্যাদি থাকলে বছরে কমপক্ষে ১ বার চক্ষু পরীক্ষা করাতে হবে। অধ্যাপক ডা.আনিসুর রহমান আঞ্জুম চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ০১৭১১৮৩২৩৯৭
×