ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থাই রাজকুমারী সিরিনধর্ন ঢাকায়

প্রকাশিত: ০৭:৩২, ২৯ মে ২০১৮

থাই রাজকুমারী সিরিনধর্ন ঢাকায়

বিডিনিউজ ॥ চারদিনের সফরে ঢাকায় এসেছেন থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে এই সফরে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন এবং কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। সোমবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে থাই রাজকুমারীকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, থাই সরকারের ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রয়াত রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা সিরিনধর্ন। এর আগে ২০১১ সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন থাই রাজকুমারী। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে বৈঠক করবেন। ব্যাঙ্ককে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, রাজকুমারী সিরিনধর্ন বাংলাদেশে রাজা ভূমিবলের গড়া রয়্যাল থাই পাত্তানা ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। এর মধ্যে স্কুলশিশুদের জন্য স্যানিটেশন প্রকল্প, কৃষকদের জন্য টেকসই কৃষি প্রকল্প এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার সাফিশিয়েন্সি ইকোনমি লার্নিং সেন্টার রয়েছে। পাহাড় ধস প্রতিরোধে ৩০ মে চট্টগ্রামের টাইগার পাসে ‘বাংলাদেশ-থাইল্যান্ড ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট প্রজেক্টে’ উদ্বোধন করবেন তিনি। পরিবেশ সংরক্ষণে নেয়া নতুন এই প্রকল্প বাস্তবায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয় সহযোগিতা দিচ্ছে। ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর ছাড়াও চট্টগ্রামের জাতি-তাত্ত্বিক জাদুঘর দেখতে যাবেন থাই রাজকুমারী। ঢাকা ক্যান্টনমেন্টের প্রয়াস ইনস্টিটিউটে অটিস্টিক শিশুদের সঙ্গেও সময় কাটানোর কথা রয়েছে তার। উত্তরায় আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাজীপুরে মারিয়ালি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থায় যাবেন তিনি। তার সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।
×