ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৭:২৪, ২৯ মে ২০১৮

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন মঞ্জুর হয়নি। ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে শুনানী শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে দেন। আদালত সূত্রে জানা যায়, ব্যাংকের ৩৭৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালে মামলাটি দায়ের হয়েছিল। এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণপত্রের বিপরীতে এই ঋণ গ্রহণ করে সাড়ে ৫১ কোটি টাকা পরিশোধ করেছিল আসলাম চৌধুরীর মালিকানার প্রতিষ্ঠান রাইজিং স্টীল কোম্পানি। বাকি অর্থের জন্য বারবার তাগাদা দেয়া সত্ত্বেও পরিশোধ করা হয়নি আসলাম চৌধুরী এবং ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এমতাবস্থায় ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানায় ২০১৬ সালের ১৬ জুলাই মামলা দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ। বাউফলে ডায়রিয়ার প্রকোপ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ মে ॥ বাউফলে ডায়রিয়া মহামারী আকার ধারণ করেছে। আক্রান্তের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত তিন দিনে গড়ে প্রায় ১শ’ থেকে দেড়শ’ আক্রান্ত মানুষকে চিকিৎসা দেয়া হয়েছে। ভর্তি করা হয়েছে ২শ’ রোগীকে। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আক্তারুজ্জামান জানান, দিনে গরম এবং ভোররাতে ঠা-া পড়ায় মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এটা বৈশিক আবহাওয়াজনিত সমস্যা। বর্ষা শুরু না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি থাকার আশঙ্কা রয়েছে। দিনের বেলায় জরুরী প্রয়োজ ছাড়া রোদে ঘোরাঘুরি না করার পরামর্শ দিয়েছেন তিনি পরামর্শ দিয়েছেন।
×